রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মাহমুদুল্লাহকে অবসর নিতে বললেন বিসিবি সভাপতি!

ক্রীড়া প্রতিবেদক

মাহমুদুল্লাহকে অবসর নিতে বললেন বিসিবি সভাপতি!

পঞ্চপা-বের সবাই ক্রিকেট খেলছেন। মাশরাফি বিন মর্তুজা খেলছেন ঘরোয়া ক্রিকেট। সাকিব আল হাসান টেস্ট, ওয়ানডে ও টি-২০-তিন ফরম্যাটেই খেলছেন। তিনি আবার টেস্ট ও টি-২০ অধিনায়ক। তামিম খেলছেন টেস্ট ও ওয়ানডে এবং ওয়ানডে অধিনায়ক। মুশফিকুর রহিম খেলছেন টেস্ট ও ওয়ানডে। তামিম ও মুশফিক অবসর নিয়েছেন টি-২০ থেকে। পঞ্চপা-বের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এখনো খেলছেন জাতীয় দলে। ৩৬ বছর বয়স্ক মাহমুদুল্লাহ ফর্মে নেই। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে রয়েছেন। তিনি এখন শুধু ওয়ানডে খেলেন। টেস্ট ও টি-২০ ক্রিকেটে অবসর নিয়েছেন। ছন্দে নেই বলে বিসিবি সভাপতি চাইছেন, মাহমুদুল্লাহ যেন নিজ থেকেই অবসর নেন, ‘মাহমুদুল্লাহ’র ব্যাটিং নিয়ে কোনো অভিযোগ নেই। তবে তার ফিল্ডিং নিয়ে আমি বিভিন্নজনের কাছ থেকে নেতিবাচক কথা শুনেছি। বয়সের সঙ্গে সব কিছুই বদলে যায়। যেমন রিফ্লেক্স, আইসাইট এবং রিঅ্যাকশন টাইম।’ সাবেক অধিনায়কের যে পারফরম্যান্স, তাতে ১ মার্চ শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজই শেষ। তবে ভালো কিছু করলে অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন। মাঠ থেকে মাহমুদুল্লাহকে বিদায়ের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমি কয়েকদিন আগে মাহমুদুল্লাহকে ফোন করে বলেছিলাম, তোমার যদি অবসর নেওয়ার কোনো পরিকল্পনা থাকে, দয়া করে আমাদের জানাও। কারণ আমরা এমন একটা সুযোগ সৃষ্টি করব, যাতে তুমি একটা সিরিজ খেলার মাধ্যমে অবসর নিতে পার। ও আমাকে কিছুই জানায়নি।’

সর্বশেষ খবর