রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তিনে থেকে প্রথম লেগ শেষ পুলিশের

ক্রীড়া প্রতিবেদক

এবার পেশাদার ফুটবল লিগে পুলিশের শুরু হয়েছিল জয়ে আর শেষটা হলো ড্রয়ে। শুধু পুলিশের নয়। গতকাল তিন ম্যাচে লিগের প্রথম লেগেই পর্দা নামল। যেখানে ১০ ম্যাচে ১০টি জিতেই ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ঢাকা আবাহনীর সংগ্রহ ২১। এরপরই অবস্থান পুলিশের। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। পুরো দ্বিতীয় লেগ আছে সেখানে পুলিশ চ্যাম্পিয়ন না হোক লিগ ক্যারিয়ারের প্রথম রানার্সআপ হতে ফাইট দেবে। গতকাল যদি জিতত তা হলে আবাহনীর চেয়ে তিন পয়েন্টে পেছনে থাকত। তারপরও শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডিকে টপকিয়ে প্রথম লেগে তৃতীয় স্থানে থাকাটা অবশ্যই কৃতিত্বের।

ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাঁচ মিনিটেই মালিকভের গোলে এগিয়ে যায় পুলিশ। ৪৩ মিনিটে চট্টগ্রাম আবাহনী সমতায় ফেরে ওজুকভের গোলে। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের ম্যাচে ফেবারিট শেখ রাসেল ১-০ গোলে হেরে যায় মুক্তিযোদ্ধার কাছে। অন্যদিকে রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেখ জামাল ড্র করে ফর্টিস এফসির বিপক্ষে। সবুজ ২৩ মিনিটে গোল করে ফর্টিসকে এগিয়ে রাখেন। অ্যাডিশনাল টাইমে নডিব্রেক গোল করে ধানমন্ডির পরাজয় এড়ান। ১০ ম্যাচে শেখ রাসেল ও শেখ জামালের পয়েন্ট ১৪ হলেও গোল পার্থক্যে চারে আছে শেখ রাসেল।

সর্বশেষ খবর