সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা

নারী টি-২০ বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ৮ আসরের ছয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। গতকাল ষষ্ঠ শিরোপা জিততে অস্ট্রেলিয়া ১৯ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। স্বাগতিকরা এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। কিন্তু শিরোপা অধরাই রয়ে যায়। বিপরীতে ২০০৯ সালের প্রথম আসর বাদে বাকি ৭টির ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়া। ২০১৬ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ফাইনাল হেরেছিল ৮ উইকেটে। এছাড়া চ্যাম্পিয়ন হয়েছে ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে। গতকাল কেপটাউনের ফাইনালে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে। ১৫৭ রানের টার্গেটে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান। দুই দল এর আগে একবার গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল। ম্যাচটিতে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। বিশ্বকাপের সেরা নারী খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ১১০ রান ও ১০ উইকেট নিয়ে। 

টস জিতে প্রথম ব্যাটিং করে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনির শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করে অপরাজিত থাকেন ৭৪ রানে। ম্যাচসেরা মুনির ইনিংসটি খেলেন ৫৩ বলে ৯  চার ও এক ছক্কায়। নারী টি-২০ বিশ্বকাপের চলতি আসরে মুনির এটা তৃতীয় হাফসেঞ্চুরি। আগের দুটি হাফসেঞ্চুরির ইনিংস খেলেন যথাক্রমে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা অপরাজিত ৫৬ ও সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৫৪ রান। ৮৩ ম্যাচ ক্যারিয়ারে এটা তার ১৭ নম্বর হাফসেঞ্চুরি।

সর্বশেষ খবর