সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভিন্ন রেকর্ডের সামনে কিংস-আবাহনী!

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। এখন দ্বিতীয় লেগের পালা। ৭ এপ্রিল মাঠে গড়াবে। সিলেটে সিশেলসের বিপক্ষে দুটি ম্যাচের একটি হয়ে গেছে। আগামীকাল শেষ ম্যাচ। জাতীয় দলের শিডিউল শেষ হলেই ফুটবলাররা যার যার ক্লাবে ফিরে আসবেন। অবশ্য ক্লাবগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। লিগে খেলছে ১১টি ক্লাব। কে শিরোপা জিতবে বলা না গেলেও এটা নিশ্চিত, দুই দলের বাইরে কেউ চ্যাম্পিয়ন হতে পারবে না। যতই সমীকরণ থাকুক না কেন, তা সম্ভবও নয়। টানা তিনবারের শিরোপাজয়ী বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যে লড়াই সীমাবদ্ধ হয়ে পড়েছে। প্রথম লেগের পর দুই দলের সঙ্গে অন্যদের পয়েন্টের যে পার্থক্য তাতেই তা বলে দিচ্ছে।

বসুন্ধরা কিংস তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর চেয়ে খুবই মজবুত অবস্থানে আছে। কিংস ১০ ম্যাচে সবকটি জিতে পুরো ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে আবাহনীর পয়েন্ট ২১। ৯ পয়েন্টে এগিয়ে থাকাটা সুবিধাজনক হলেও দ্বিতীয় লেগে সতর্ক থেকেই মাঠে নামবে কিংস। অতীতে ঢাকা লিগে এমনও নজির আছে মোহামেডান ১১ পয়েন্টে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগে ফ্লপ করে শেষ পর্যন্ত আবাহনী শিরোপা জিতেছে। ৩ পয়েন্টের খেলায় কখন কী ঘটে বলা মুশকিল। কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনও বলেছেন, ‘আমরা বড় ব্যবধানে এগিয়ে থাকলেও এখনো শিরোপার ব্যাপারে নিশ্চিত নই।’

দ্বিতীয় লেগে অনেক দলই স্থানীয় ও নতুন বিদেশি খেলোয়াড় সংগ্রহ করেছে। এ ক্ষেত্রে শুধু কিংসই ব্যতিক্রম। তারা বিদেশির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি। স্থানীয় দুজন গোলকিপার নিলেও তা আবার আগামী মৌসুমের জন্য। বসুন্ধরা তো বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগমনের পর থেকেই একের পর এক ইতিহাস গড়ে চলেছে। এবার চ্যাম্পিয়ন হলে কিংসই হবে প্রথম দল যারা স্বাধীনতার পর লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হবে। দ্বিতীয় লেগে প্রথম দুই ম্যাচ জিতলে কিংস আরেকটি রেকর্ড গড়বে। তা হলো স্বাধীনতার পর লিগ শুরু থেকে প্রথম টানা ১২ জয়। এর আগে ঢাকা আবাহনী ১৯৯২-৯৩ মৌসুমে টানা ১১ ম্যাচ জেতে। ১২তম ম্যাচে এসে বিআরটিসির সঙ্গে ১-১ গোলে ড্র করে। অবশ্য এবার আবাহনীরও এক রেকর্ড গড়ার হাতছানি দিচ্ছে। তা লজ্জার। চ্যাম্পিয়ন না হতে পারলে আবাহনী প্রথমবার টানা চার মৌসুম লিগ শিরোপার বাইরে থাকবে। ১৯৭২ সালে অভিষেকের পর যা হবে প্রথম।

 

সর্বশেষ খবর