শিরোনাম
শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আবার ইতিহাস লেখার পালা কিংসের

ক্রীড়া প্রতিবেদক

প্রথম লেগে শীর্ষে থেকেই মিশন শেষ করেছে হ্যাটট্রিক শিরোপাধারী বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ১০টিতে জয় পেয়ে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে ফুটবল কিং বসুন্ধরা কিংস। কোনো ম্যাচেই তারা পয়েন্ট নষ্ট করেনি। আর দুটি ম্যাচ জিতলেই স্বাধীনতার পর লিগে টানা ১২টি ম্যাচ জেতার রেকর্ড গড়বে। ১৯৯১-৯২ মৌসুমে ঢাকা আবাহনীর টানা ১১ ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। অবশ্য ১৯৬৯ সালে ঢাকা মোহামেডান দুই পর্বের লিগে সবকটি জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বসুন্ধরা আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দ্বিতীয় লেগে প্রথম ম্যাচ খেলবে আজমপুর এফসির বিপক্ষে। বসুন্ধরা কোনো ম্যাচ হারেনি। অন্যদিকে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে আজমপুর। সে ক্ষেত্রে আজকের ম্যাচে পরিষ্কার ফেবারিট অস্কারের শিষ্যরা। তারা ম্যাচটিকে তবুও কোনোভাবেই হালকা চোখে দেখছে না।

৪৭ দিন পর মঙ্গলবার বসুন্ধরা কিংস মাঠে নেমেছিল। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে ৩-১ গোলে জয় পেলেও দুর্বল মুক্তিযোদ্ধার বিপক্ষে চেনা ছন্দে খেলতে পারেনি। অনেকের খেলার মধ্যে জড়তা ছিল। তাই আজমপুরের বিপক্ষে গুছিয়ে খেলতে হবে।

লিগে কিংসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। কিংসের ৩০ আর আবাহনীর পয়েন্ট ২১। ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকলেও রবসনদের কাছে প্রতিটি ম্যাচের গুরুত্ব একই। পেশাদার লিগে অভিষেকের পর থেকে বসুন্ধরা কিংস ইতিহাস লিখেই চলেছে। অভিষেকেই শিরোপা। তারপর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। এবার আরেক ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে; যা ৭৫ বছরের লিগ ইতিহাসে অন্য ক্লাবের পক্ষে সম্ভব হয়নি। এবার চ্যাম্পিয়ন হলে কিংসই হবে প্রথম দল যারা অভিষেকেই টানা চারবার চ্যাম্পিয়ন হবে। পাকিস্তান আমলে ঢাকা ওয়ান্ডারার্সের এ কৃতিত্ব থাকলেও তারা তো আর শুরু থেকে চ্যাম্পিয়ন হয়নি। এজন্য দ্বিতীয় লেগটা কিংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া হ্যাটট্রিক জয়ের রেকর্ড থাকলেও এখন পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সে চেষ্টাও করবে। ১৫ এপ্রিল ঈদের আগে ফটিসের বিপক্ষে ১২তম ম্যাচটি খেলবে কিংস। এদিকে আজ রাজশাহীতে ঢাকা আবাহনী খেলবে ফটিসের বিপক্ষে।

প্রথম লেগে বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস ৩-০ আজমপুর এফসি

ফটিস এএফসি ০-২ বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস ২-০ রহমতগঞ্জ

মুক্তিযোদ্ধা ১-৩ বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস ১-০ পুলিশ

চট্টগ্রাম আবাহনী ০-৩ বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস ৩-১ শেখ রাসেল

মোহামেডান ০-১ বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস ৩-০ শেখ জামাল

ঢাকা আবাহনী ১-২ বসুন্ধরা কিংস

সর্বশেষ খবর