বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সৌম্যর সমস্যা কোথায়?

ক্রীড়া প্রতিবেদক

সৌম্যর সমস্যা কোথায়?

দারুণ সম্ভাবনা নিয়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। ক্যারিশম্যাটিক পারফরম্যান্সও করেছেন। কিন্তু সেই সৌম্য হারিয়ে যেতে বসেছেন। প্রিমিয়ার লিগেও ভালো করতে পারছেন না। এবার মোহামেডানের হয়ে খেলছেন তিনি। ৮ ম্যাচের ব্যাটিংয়ে করেছেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। বলার মতো বড় ইনিংস নেই বললেই চলে। ঘরোয়া লিগে শেষ আট ম্যাচে সৌম্যর রান ১৬, ১, ১৭, ৪১, ৮, ৫৬, ১৩ এবং ৯। সৌম্য কি হারিয়ে যাচ্ছেন?

ভক্তরা হয়তো এখনো আশায় থাকেন, সৌম্য বড় বড় ইনিংস খেলবেন, আবার জাতীয় দলে ব্যাট হাতে বাজিমাত করবেন! কিন্তু তার যে পারফরম্যান্স প্রিমিয়ার লিগেই একাদশে সুযোগ পাওয়া কঠিন। তবে জাতীয় দলের নির্বাচকরা সৌম্যর ওপর থেকে আস্থা হারাননি। কিন্তু দলে সুযোগ পেতে হলে সৌম্যকে তো ভালো করতে হবে। গতকাল ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচে খেলেছেন মাত্র ৯ রানের ইনিংস। হতাশা প্রকাশ করে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সৌম্যর কাছে যে প্রত্যাশা, তার কাছ থেকে সে অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। কিছুদিন আগেও সে জাতীয় দলে ছিল। বাংলাদেশের হয়ে তার অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্সও আছে। ওর সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। সে এখনো আমাদের চিন্তা-ভাবনার মধ্যেই আছে।’

বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা সাইকোলজিস্ট আলী খানের। তিনি বলেন, ‘খেলাধুলায় তিনটি বিষয় থাকে স্কিল, ফিটনেস এবং সাইকোলজি। জাতীয় দলে যারা খেলেন তাদের স্কিলে খুব একটা সমস্যা থাকে না। ফিটনেস ভালোই থাকে। কিন্তু সমস্যা হয়ে যায় সাইকোলজিতে। একজন পেশাদার খেলোয়াড়কে তিন বিষয়েই সমান গুরুত্ব দিতে হয়। কিন্তু আমাদের খেলোয়াড়রা কেবল স্কিল ও ফিটনেসে গুরুত্ব দেন। সাইকোলজির বিষয়টি এড়িয়ে যান। যে কারণে তাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকে না। কোনো খেলোয়াড় যদি স্কিল ও ফিটনেসের মতো সাইকোলজি নিয়ে নিয়মিত চর্চা করেন তার সমস্যা হবে না।’

সত্যিই কি সৌম্যর সাইকোলজিক্যালি কোনো সমস্যা হচ্ছে? নাকি স্কিল এবং ফিটনেসেও ঘাটতি আছে তার। সৌম্য সম্পর্কে হাবিবুল বাশার বলেন, ‘যে মানসিক সমর্থন দরকার, সেটি সব সময়ই তাকে দেওয়া হয়। মাঝে-মধ্যে ক্রিকেটারদের নিজেদেরই নিজেদের বাঁচাতে হয়। সে অনেক দিন ধরে খেলছে, নতুন ক্রিকেটার তো নয়। যথেষ্ট অভিজ্ঞ। তাই কীভাবে সে ভালো খেলবে, সেটির উপায় তাকেই খুঁজে বের করতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর