মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক লিটন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক লিটন

১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে টস করার সঙ্গে সঙ্গে ইতিহাসের সোনালি পাতায় চিরস্থায়ী হবেন লিটন দাস। বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে উইকেটরক্ষক ব্যাটারের। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ এবং গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার ঘরের মাটিতে সাদা পোশাক ও লাল বলে দেশকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে। ভারতের বিপক্ষে নেতৃত্ব দিয়ে সিরিজ জয়ের উচ্ছ্বাসে মাতিয়েছিলেন দেশকে। এবার কি পারবেন আফগানদের টেস্ট জয়ের উৎসবে ভাসাতে? তবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে জয় দিয়ে ক্যারিয়ার রাঙিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। ড্র করেছেন মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। আগের ১১ ক্রিকেটারের মধ্যে উইকেটরক্ষক হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন খালেদ মাসুদ পাইলট ও মুশফিকুর রহিম। প্রথম টাইগার অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ২০০০ সালে ঢাকা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তার নেতৃত্বে অভিষেক টেস্টে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তিনি ক্যারিয়ারে মাত্র ৭ টেস্টে নেতৃত্ব দিয়ে এক ড্রয়ের বিপরীতে হেরেছেন ৬টি। দ্বিতীয় টেস্ট অধিনায়ক খালেদ মাসুদ। ১২ টেস্টের সবগুলোতেই হেরেছেন। ২০০১ সালে নেতৃত্বের অভিষেকে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের কাছে টাইগাররা হেরেছিল ইনিংস ও ৫২ রানে।

সর্বশেষ খবর