মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ০০:০০ টা

চ্যাম্পিয়ন উরুগুয়ের যুবারা

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন উরুগুয়ের যুবারা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় করেছে উরুগুয়ে। রবিবার গভীর রাতের ফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় উরুগুয়ের যুবারা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন লুসিয়ানো রদ্রিগেজ। উরুগুয়ে চ্যাম্পিয়ন হলেও ইতালির সিজার কাসাডেই সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জয় করেছেন। ৭ গোল ও ২টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটও জয় করেছেন তিনি। এমনকি সেরা গোলরক্ষকও ইতালির (সেবাস্তিয়ান)। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে যুক্তরাষ্ট্র। উরুগুয়ে যুবাদের এই বিশ্বকাপে এর আগেও দুবার ফাইনাল খেলেছে। ১৯৯৭ সালে আর্জেন্টিনার কাছে এবং ২০১৩ সালে ফ্রান্সের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয় উরুগুয়ে। তবে তৃতীয়বারের চেষ্টায় শিরোপা জয় করল তারা। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল এ টুর্নামেন্ট জয় করেছে পাঁচবার। দুবার করে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল ও সার্বিয়া।

সর্বশেষ খবর