মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ০০:০০ টা

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর

ক্রীড়া প্রতিবেদক

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দিনাজপুর একাডেমি উচ্চবিদ্যালয়। গতকাল নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফাইনালে দিনাজপুর ৩ উইকেটে হারিয়েছে চাঁদপুর গণি আদর্শ স্কুলকে। বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। গতকাল বৃষ্টি¯œাত ম্যাচে প্রথমে ব্যাট করে চাঁদপুর গণি স্কুল ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রান করে। দিনাজপুর ব্যাটিং করার সময় ২০ ওভারে ৩ উইকেটে ১০২ রান করলে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি থামলে টার্গেট দেওয়া হয় ৪০ ওভারে ১৫৮ রান। ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর একাডেমি স্কুল। ম্যান অব দ্য ফাইনাল হন দিনাজপুরের আইনুল ইসলাম ৪ উইকেট নিয়ে। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৮ রান করে দিনাজপুরের ওপেনার আবদুর রউফ। চাঁদপুরের সালমান জাহান নিয়াজি ৬৭ রান করেন। টুর্নামেনট সেরা হন চাঁদপুরের সালমান ৩৬০ রান করে। সেরা বোলার নেত্রকোনা মধুমাছি কচিকাচা বিদ্যা নিকেতনের সোহেল রানা জীবন ৯ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন।

সর্বশেষ খবর