বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

অনুশীলন শুরু টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলন শুরু টাইগারদের

ফাইল ছবি

আবহাওয়া জানাচ্ছে, আজও বৃষ্টি হবে। এ বৃষ্টির মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বল ও রঙিন পোশাকের ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য প্রস্তুতি শুরু হবে বাংলাদেশ ক্রিকেট দলের। ঈদের আগে মাত্র তিন দিন অনুশীলন করবে তামিম বাহিনী। আজ, আগামীকাল ও শনিবার তিন দিন অনুশীলন করবেন তামিম, সাকিব, মুস্তাফিজরা। আজ ও আগামীকাল তামিমদের অনুশীলন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ঈদের পর ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দেশের টি-২০ সিরিজ। প্রথম ধাপে দুই দেশ টেস্ট খেলেছে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। সোয়া তিন দিনে বাংলাদেশ টেস্ট ম্যাচটি জিতে নেয় ৫৪৬ রানের আকাশসমান ব্যবধানে। জয়টি চলতি শতাব্দীর সেরা জয়। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয়। রেকর্ড গড়া জয়ের বিশ্রামে ছিলেন লিটন বাহিনী। তবে অনুশীলন করেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। পিঠের ব্যথায় টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। আঙুলের ইনজুরির জন্য খেলতে পারেননি সাকিব। দুজনেই খেলবেন ওয়ানডে সিরিজে। অবশ্য অবসরের জন্য টি-২০ সিরিজ খেলবেন না তামিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর