রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

বিউমন্টের প্রথম ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

বিউমন্টের প্রথম ডাবল সেঞ্চুরি

প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যানাবেল সাদারল্যান্ড ১৩৭ রানের হার না মানা ইনিংস খেলে ইতিহাস গড়েছেন। ৪৭৩ রান করল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে জবাবটা ভালোই দিচ্ছে ইংল্যান্ডের মেয়েরাও। অলআউট হওয়ার আগে স্কোর বোর্ডে তুলেছে ৪৬৩ রান। ওপেনার টামি বিউমন্ট রেখেছেন অনন্য নজির। শেষ পর্যন্ত আউট হয়েছেন ২০৮ রানে নতুন এক ইতিহাস গড়েছেন বিউমন্ট। মেয়েদের টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি। ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি করলেও টেস্টে কোনো শতক ছিল না।

ইংল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন হিথার নাইট (৫৭) ও স্কিবার ব্রান্ট (৭৮)।

 

 

সর্বশেষ খবর