শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

জাতীয় নির্বাচনের পর বিপিএল এবারও তিন ভেন্যুতে খেলা

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় নির্বাচন নিয়ে দিন দিন রাজনৈতিক অঙ্গন গরম হচ্ছে। দলগুলো প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। সম্ভাব্য তারিখ হিসেবে চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জানুয়ারি মাস ধরা হয়েছে। নির্বাচনের ফলে বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের গভর্নিং কাউন্সিলও এ জন্য টুর্নামেন্টের সময় নির্ধারণ করতে পারছে না। তবে বিসিবি পরিচালনা পর্ষদের সভায় একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মিডিয়ার মুখোমুখিতে সম্ভাব্য তারিখ ও ভেন্যুর কথা জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ড. ইসমাইল হায়দার মল্লিক, ‘এই বছর জাতীয় নির্বাচন আছে। নির্বাচনের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা হয়নি। বিপিএল কবে শুরু করতে পারি, সে বিষয়ে আমাদের একটি বোর্ড মিটিং হয়েছে। সেখানে আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচনের পর পরই আমরা বিপিএল করব। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হবে বলে পত্র-পত্রিকায় শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে-পরে একটা সময়োপযোগী তারিখ দেখে বিপিএল শুরু করব। জানুয়ারিতে শুরু করে ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে। কেননা এর পরপরই শ্রীলঙ্কা সিরিজ আছে।’ অন্যবারের মতো এবারও তিন ভেন্যুতেই ২০ ওভারের টুর্নামেন্টের খেলাগুলো হবে। বিপিএলের গত কয়েকটি আসরের খেলাগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চাইছে কমিটি। আসরকে সামনে রেখে আগেভাগেই সবকিছু ঘুছিয়ে রাখতে চাইছে কমিটি। এ জন্য সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করে ফেলার পরিকল্পনা নিয়েছে। প্লেয়ার্স ড্রাফট নিয়ে বিপিএল সদস্যসচিব বলেন, ‘চেষ্টা করব প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করে ফেলতে। প্রত্যেকটি দল যেন গুছিয়ে নেওয়ার সময় পায়।’

 

 

সর্বশেষ খবর