শিরোনাম
রবিবার, ২৫ জুন, ২০২৩ ০০:০০ টা

প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন নেইমার

ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের সন্তান ধারণ করেছেন প্রেমিকা ব্রুনা বিয়াবান্দি। অথচ নেইমার তার সঙ্গে সম্পর্ক থাকতেই ব্লগার কেম্পাসো ফার্নান্দোর সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন। এটা জানাজানির পর সমস্যার মুখোমুখি হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমারের বিপক্ষে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে। এতে করে ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান তারকার অনুসারী কমছে। যদিও ব্রাজিলিয়ান তারকা লিখিত ক্ষমা চেয়েছেন। ইনস্টাগ্রামে প্রেমিকা বিয়াবান্দিকে একটি খোলা চিঠি লিখেছেন, ‘আমি একটি ভুল করেছি। তোমার সঙ্গে একটি ভুল কাজ করেছি। আমি স্পষ্টভাবে বলতে পারি, প্রতিদিন মাঠে ও মাঠের বাইরে আমি অসংখ্য ভুল করি। কিন্তু আমি সব সময় ব্যক্তিজীবনের ভুলগুলো ঘরে আটকে রাখি। যে নারীটিকে আমি আমার পাশে নিয়ে চলার স্বপ্ন দেখেছি, সে আমার সন্তানের মা। আমার এই ভুলটা তার ও তার পরিবারের কাছে পৌঁছেছে। যেটা এখন আমারও পরিবার।’ ক্ষমা চেয়ে নেইমার আরও লিখেছেন, ‘ব্রুনা, ভুলের জন্য আমি আগেই ক্ষমা চেয়েছি। যে গুঞ্জন চলছে সে জন্য আমি সবার সামনেই স্বীকার করছি। ব্যক্তিগত কোনো বিষয় যখন সবার সামনে চলে আসে, তখন সবার সামনেই ক্ষমা চাওয়া উচিত।’

 

সর্বশেষ খবর