সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

তামিমদের ক্লোজ ডোর অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

তামিমদের ক্লোজ ডোর অনুশীলন

আষাঢ় মাসের ধুম বৃষ্টি হচ্ছে। পানি জমছে রাস্তা, ঘাটে, মাঠে। ব্যাঘাত ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। বাধাগ্রস্ত হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। বৃষ্টি যেন অনুশীলনে কোনো ধরনের বাধা হতে না পারে, সেজন্য গতকাল চট্টগ্রাম ইন্ডোর স্টেডিয়ামে ক্রিকেটারদের ক্লোজডোর অনুশীলন করিয়েছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। পরশু টাইগারদের অনুশীলন শুরু হলেও বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়েছিল। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কোচ। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু ৫ জুলাই। বাকি দুটি ম্যাচ ৮ ও ১১ জুলাই। ম্যাচগুলোর ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছেছেন রশিদ খান, মুজিব উর রেহমানরা।

ঈদের আগে একমাত্র টেস্ট ম্যাচ খেলেছে আফগানিস্তান। মিরপুরের ওই টেস্টে কোনো রকম লড়াই করতে পারেনি সফরকারীরা। রশিদ, মুজিব ছাড়া খর্ব শক্তির আফগানিস্তানকে পাত্তাই দেয়নি লিটন দাসের বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই সফরকারীদের বিধ্বস্ত করেছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়ানডে সিরিজে নামবেন তামিমরা। যদিও পিঠের পুরনো ব্যথায় টেস্ট ম্যাচটি খেলেননি টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম। আঙুলের ইনজুরিতে টেস্ট খেলেননি সাকিব। দুজনেই ফিরেছেন ওয়ানডে সিরিজে। পূর্ণ শক্তির দল নিয়ে সিরিজ খেলবে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। সিরিজটি তামিম বাহিনী জিতেছিল ২-১ ব্যবধানে। চট্টগ্রামের ওই সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শেষ ম্যাচ হেরে যায় টাইগাররা। দুই দলের সর্বশেষ ওয়ানডে আবার ওটাই। আফগানিস্তান এবার এসেছে পূর্ণ শক্তির দল নিয়ে। তারপরও সিরিজে তামিমরাই ফেবারিট। কারণ, পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। দুই দল পরস্পরের বিপক্ষে ১১ ম্যাচ খেলেছে। তাতে বাংলাদেশের জয় ৭ এবং হেরেছে ৪টি। দুই দেশ এবার তৃতীয় সিরিজ খেলবে পরস্পরের বিপক্ষে। আগের দুটির স্বাগতিক ছিল বাংলাদেশ। জিতেছে দুটিই এবং ২-১ ব্যবধানে। এবারও ফেবারিট। তামিমদের আত্মবিশ্বাস যোগাচ্ছে সাম্প্রতিক পারফরম্যান্স। কিছুদিন আগে ঘর ও অ্যাওয়েতে ওয়ানডে সিরিজে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

 

সর্বশেষ খবর