সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বৃথা গেল স্টোকসের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

বৃথা গেল স্টোকসের লড়াই

লর্ডসের ‘লর্ড’ হওয়ার সুযোগ ছিল বেন স্টোকসের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লর্ড হওয়া হলো না ইংলিশ টেস্ট অধিনায়কের। লর্ডসে জয় পেলে ইংলিশ অধিনায়ক নায়ক হতেন। কিংবা তার চেয়েও বেশি ‘মহানায়ক’ হতেন। কিছুই হতে পারেননি। তার লড়াইয়ের পরও লর্ডসে অ্যাসেজে সমতা ফেরানোর টেস্টে হেরে যায় ইংল্যান্ড। রোমাঞ্চ ছড়ানো টেস্টটি ৪৩ রানে জিতে ৫ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে প্যাট কামিন্সের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বার্মিংহামে সিরিজে প্রথম টেস্টটি অস্ট্রেলিয়া জিতেছিল ২ উইকেটে। এবার লর্ডসে জিতল ৪৩ রানে। ৬ জুলাই লিডসে শুরু হবে তৃতীয় টেস্ট।  

চার বছর আগে লিডসে অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন স্টোকস। সেবার শেষ উইকেট জুটিতে জ্যাক লিচকে নিয়ে ৭৬ রান যোগ করে ইংল্যান্ডকে ১ উইকেটের অবিশ্বাস্য জয় উপহার দিয়েছিলেন স্টোকস। ৩৬২ রানের টার্গেটে বিশ্বসেরা অলরাউন্ডার খেলেছিলেন অপরাজিত ১৩৫ রানের ইনিংস। এবারও সেই পথে হাঁটছিলেন ইংলিশ অধিনায়ক। ৩৭১ রানের পাহারসম টার্গেটে স্বাগতিকরা ১৯৩ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে স্টুয়ার্ট ব্রডকে নিয়ে ১০৮ রান যোগ করে আশা জাগিয়ে তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। দলীয় ৭৩ ওভারের প্রথম বলেই জশ হ্যাজলওডকে খেলতে যেয়ে উইকেটরক্ষক অ্যালেক্স কেয়ারির গ্লাভসবন্দি হন। দলীয় স্কোর তখন ৩০২। স্টোকস সাজঘরের পথে হাঁটা ধরেন ব্যক্তিগত ১৫৫ রানে। ৯৪ টেস্ট ক্যারিয়ারের ১৩ নম্বর সেঞ্চুরির ইনিংসটি খেলেন ইংলিশ অধিনায়ক ২১৪ বলে ৯ চার ও সমান ৯ ছক্কায়।   

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস, ৪১৬/১০, ১০০.৪ ওভার ( ডেভিড ওয়ার্নার ৬৬, মার্নার লাবুচেন ৪৭, স্টিভ স্মিথ ১১০, ট্রাভিস হেড ৭৭। ওলি রবসন ৩/১০০, জশ টঙ্গ ৩/৯৮) ও দ্বিতীয় ইনিংস, ২৭৯/১০, ১০১.৫ ওভার ( উসমান খাজা ৭৭, স্টিভ স্মিথ ৩৪, ডেভিড ওয়ার্নার ৩৫। স্টুয়ার্ট ব্রড ৪/৬৫, জশ টঙ্গ ২/৫৩, ওলি রবসন ২/৪৮)।

ইংল্যান্ড : প্রথম ইনিংস, ৩২৫/১০, ৭৬.২ ওভার (জ্যাক ক্রলি ৪৮, বেন ডাকেট ৯৮, ওলি পোপ ৪২, হ্যারি ব্রুক ৫০। মিচেল স্টার্ক ৩/৮৮, জশ হ্যাজলওড ৭১, ট্রাভিস হেড ২/১৭) ও দ্বিতীয় ইনিংস, ৩২৭/১০, ৮১.৩ ওভার ( বেন ডাকেট ৮৩, বেন স্টোকস ১৫৫, জো রুট ১৮, জশ টঙ্গ ১৯। মিচেল স্টার্ক ৩/৭৯, প্যাট কামিন্স ৩/৬৯, জশ হ্যাজলওড ৩/৮০)।

ফল : অস্ট্রেলিয়া ৪৩ রানে জয়ী সিরিজ : অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে। 

ম্যাচ সেরা : স্টিভ স্মিথ  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর