সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছে পিসিবি

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছে পিসিবি

ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ। রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে শুরু থেকেই। দুই দেশ একসময় ধারাবাহিকভাবে ক্রিকেট, ফুটবল ও হকি সিরিজ খেলত। এখন সেসব বন্ধ। তবে প্রতিপক্ষ হিসেবে দেশ দুটি পরস্পরের বিপক্ষে খেলছে এবং সেসব বিভিন্ন দেশে। অবশ্য কিছুদিন আগে পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলতে ভারতে এসেছিল। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। পাকিস্তান অংশ নেবে ক্রিকেট মহাযজ্ঞে। কিন্তু দলটি বিশ্বকাপে অংশ নিতে পারবে কি না, এখনো নিশ্চিত নয়। অবশ্য বাবর আজমের পাকিস্তান প্রস্তুত বিশ্বকাপে অংশ নিতে। এ জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি চেয়ে দেশটির সরকারের কাছে চিঠি লিখেছে। ভারত সফরের আনুষ্ঠানিক ছাড়পত্র চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পিসিবি। বিশ্বকাপের ১৩তম আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।  আসরে পাকিস্তানের ৯ ম্যাচ হবে ৫ ভেন্যুতে। সরকারের কাছে চিঠি লিখে পিসিবি জানতে চেয়েছে ভ্রমণের অনুমতি মিলবে কি না? কিংবা ভেন্যুর নিরাপত্তা পরিদর্শনের জন্য সরকার কোনো দল পাঠাবে কি না? সরকারকে ২৬টি চিঠি দিয়েছে পিসিবি। অনুমতি না পেলে ভারত সফরে যাবে না দেশটি। পিসিবির ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, ‘সরকারের সিদ্ধান্তের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। যে পরামর্শ দেওয়া হবে তা অনুসরণ করব। ভেন্যুগুলো পরিদর্শনের জন্য এবং আয়োজকদের সঙ্গে বৈঠকের জন্য যদি ভারতে একটি অগ্রিম দল পাঠানোর প্রয়োজন হয়, তবে এটি সম্পূর্ণরূপে সরকারের সিদ্ধান্ত হবে।’ পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি হয়নি ভারত। সে জন্য হাইব্রিড মডেলে এশিয়া কাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। বিশ্বকাপে পাকিস্তানের খেলাগুলোর দুটি হায়দরাবাদে ৬ ও ১২ অক্টোবর, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ ১৫ অক্টোবর আহমেদাবাদে, ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া, চেন্নাইয়ে ২৩ অক্টোবর আফগানিস্তান, ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ৩১ অক্টোবর কলকাতায় পাকিস্তান, ১২ অক্টোবর ইংল্যান্ড এবং ৪ নভেম্বর বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ।

সর্বশেষ খবর