সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাছাইপর্ব টপকে বিশ্বকাপে সবার আগে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

বাছাইপর্ব টপকে বিশ্বকাপে সবার আগে শ্রীলঙ্কা

দুবার বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে নেই। বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে তারা। তবে ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপ নিশ্চিত করেছে। গতকাল তারা বাছাই পর্বে সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ৯ উইকেটে স্বাগতিকদের পরাজিত করে। ৩২.২ ওভারেই ১৬৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। শেন উইলিয়ামস সর্বোচ্চ ৫৬ রান করেন। থাকসেনা ২৫ রানে ৪ উইকেট পান। ৫ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট পান সাদুশঙ্কা। টার্গেট তাড়া করতে নেমে ১০১ বল হাতে রেখে ১ উইকেট খুইয়ে জিতে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে ১০২ বলে ১৪টি বাউন্ডারি মেরে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। ৩০ রান করে ফেরেন করুণারতেœ। ২৫ রানে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। সুপার সিক্সে টানা চার ম্যাচে জয় বিশ্বকাপে অংশ নেয়া চূড়ান্ত করেছে সাবেক বিশ্ব চ্যা্িম্পয়নরা। ১০ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের ১৩তম আসরে সরাসরি খেলছে ৮ দল।

বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ পেয়েছে। বাছাই পর্ব থেকে আসবে ২ দল। শ্রীলংকা নিশ্চিত হওয়ার পর লড়াইয়ে টিকে আছে স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। এছাড়া বাদ পড়েছে টেস্ট খেলুড়ে দেশ আয়ারল্যান্ড।

সর্বশেষ খবর