সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জামাল মোরসালিনরা দেশে ফিরছেন আজ

ক্রীড়া প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে দুরন্ত ফুটবল খেলেছে বাংলাদেশ। ভালো খেলেও ফাইনাল নিশ্চিত করতে না পারায় মন খারাপ পুরো দলের। তবে দারুণ পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতা ধওে রেখে আরও ভালো খেলতে চান লাল-সবুজের জার্সিধারীরা।

গতকাল সারা দিন বিশ্রামে ছিল বাংলাদেশ দল। দলের ম্যানেজার আমের খান বলেন, ‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। তাদের একটা দিন বিশ্রাম নিতে দেওয়া হয়েছে।’ বাংলাদেশ আজই দেশে ফিরছে। গতকাল বিশ্রামে থাকলেও ফুটবলারদের চিন্তায় আছে সামনের বিশ্বকাপ বাছাইপর্ব। সেখানে ভালো করতে চায় বাংলাদেশ। টিম হোটেলে ডিফেন্ডার তপু বলেন, ‘আমরা ফাইনালে উঠতে পারিনি, এটা কষ্ট দিচ্ছে। তবে সামনে আরও ভালো খেলতে চাই। যে মানের ফুটবল খেলেছি তার চেয়ে ওপরের দিকে উঠতে চাই। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব আছে, সেখানেও আমাদের ভালো করতে হবে।’ কোচ হাভিয়ের কাবরেরাও সামনে আরও ভালো খেলা উপহার দিতে চান। ২০০৯ সালের পর এবারই সেমিফাইনাল খেলে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্যক্রমে কুয়েতের কাছে হেরে বিদায় নিতে হয়।

সর্বশেষ খবর