সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ সর্বনিম্ন টিকিট ২০০ টাকা

ক্রীড়া প্রতিবেদক

ঈদের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টাইগাররা ৫৪৬ রানের রেকর্ড গড়া জয় পায় টেস্টে। ঈদের পর এবার ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে দুই দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দুই ম্যাচ টি-২০ সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে। মাঠে বসে খেলা দেখতে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে ক্রিকেটপ্রেমীদের। সর্বোচ্চ দাম ধরা হয়েছে ১৫০০ টাকা। বিসিবি যে বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে ওয়েস্টার্ন গ্যালারি ২০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০, রুফটপ হসপিটালিটি বক্স ১৫০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য ১০০০ টাকা। আজ থেকে টিকিট কিনতে পাওয়া যাবে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম কাউন্টারে। কাউন্টারগুলো খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সর্বশেষ খবর