সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চোখের জলে জাপানকে বিদায় ইনিয়েস্তার

ক্রীড়া ডেস্ক

চোখের জলে জাপানকে বিদায় ইনিয়েস্তার

আগেই সিদ্ধান্ত ছিল জাপান লিগে আর খেলবেন না বার্সেলোনা ও স্পেনের বিখ্যাত ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। মৌসুমের মাঝপথেই তিনি জাপানের ক্লাব ভিসেল কোবে থেকে বিদায় নিলেন। শনিবার ক্লাবটির হয়ে শেষ ম্যাচে মাঠে নামেন ইনিয়েস্তা। প্রিয় তারকাকে বিদায় জানাতে কোবে মিসাকি পার্কের গ্যালারি ছিল ভরপুর। বিদায় বেলায় অশ্রু চোখে ইনিয়েস্তা বলেন, ‘২০১৮ সালে আমি এখানে এসেছিলাম। এই ক্লাবকে বড় ক্লাবে পরিণত করেছি। মাঠের বাইরে ও ভিতরে সর্বোচ্চটা দিয়েছি। আশা করি, ক্লাবের জন্য আপনারাও ততটা গর্ব অনুভব করেন, যতটা করি আমি।’ বার্সেলোনায় দেড় যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯টি লা-লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ ৩০টি ট্রফি জিতেছেন ইনিয়েস্তা। দেশের হয়ে জিতেছেন টানা দুই ইউরো শিরোপা ও ২০১০ সালে স্বপ্নের বিশ্বকাপ। ইনিয়েস্তা বলেন, আমি এখন কী করব তা ঠিক করিনি। তবে এতটুকু বলব, ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। এর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখব।

সর্বশেষ খবর