বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ভারতের বিপক্ষে অধিনায়ক নিগার

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে অধিনায়ক নিগার

ভারতীয় মহিলা ক্রিকেট দল যখন ঢাকায় খেলতে আসবে, তখন তামিম, সাকিব, লিটনরা ব্যস্ত থাকবেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ নিয়ে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সিরিজে মহিলা দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। চূড়ান্ত দলের বাইরে ইমার্জেন্সি হিসেবে ঘোষণা দিয়েছে আর ৪ ক্রিকেটারের নাম। টি-২০ সিরিজের ম্যাচ তিনটি ৯, ১১ ও ১৩ জুলাই। ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মহিলা জাতীয় দল ১১ বছর পর মিরপুর স্টেডিয়ামে খেলার সুযোগ পাচ্ছে। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। সিরিজের বাকি দুটি ওয়ানডে ১৯ ও ২২ জুলাই। আজ সকাল ১০টায় ঢাকায় আসছে হারমানপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের খেলাগুলোও হবে মিরপুরে। 

বাংলাদেশ টি-২০ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার (সহ-অধিনায়ক), দিলারা আকতার, সাথী রানী, শামিমা সুলতানা, সোবহানা মুস্তারি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, ঋতু মণি, দিশা বিশ্বাস, মারুফা আকতার, সানজিদা আকতার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন ও ফাতিমা খাতুন।

 

 

সর্বশেষ খবর