বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ব্রাজিলের কোচ হতে রাজি হয়েছেন আনচেলত্তি

ক্রীড়া প্রতিবেদক

৬০ বছর পর ব্রাজিল জাতীয় ফুটবল দলে কোনো বিদেশি কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে নিতে ব্রাজিল ফুটবল প্রশাসন অনেক আগে থেকেই চেষ্টা করছিল। কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না। এমনকি এও বলেছিলেন, ব্রাজিলের কোচ হওয়ার যোগ্যতা তার নেই। তবু তাকে ঘিরেই যত আগ্রহ সেলেসাওদের। শেষ পর্যন্ত আনচেলত্তি রাজি হয়েছেন। ২০২৪ সালে রিয়ালের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে। এর পরই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির দায়িত্ব নেবেন তিনি। আর শুরুটা হবে কোপা আমেরিকা দিয়ে। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক সূত্র। আনচেলত্তি দায়িত্ব নেওয়া পর্যন্ত ফার্নান্দো দিনিজ অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করবেন। ১৯৬৫ সালে সর্বশেষ আর্জেন্টিনার ফিনাল নুনেজ মাত্র এক ম্যাচের জন্য ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করেন।

 

সর্বশেষ খবর