বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা
অ্যান্ড্রু বালবার্নি

বিশ্বকাপ খেলতে না পারায় নেতৃত্ব ছাড়লেন

বিশ্বকাপ খেলতে না পারায় নেতৃত্ব ছাড়লেন

অক্টোবর-নভেম্বর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে ৮ দল আগেই চূড়ান্ত হয়েছে। বাছাইপর্ব টপকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে দুই দল। ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বাছাইপর্ব থেকে সবার আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। বাজে পারফরম্যান্সের জন্য বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ১৯৭৫ ও ১৯৭৯ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। উঠতে পারেনি জিম্বাবুয়ে। বাছাইপর্বের গ্রুপ পর্ব টপকাতে পারেনি আরেক টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ড। বিশ্বকাপে উঠতে পারেনি বলে দলটির ওয়ানডে ও টি-২০ নেতৃত্ব ছেড়েছেন ৩২ বছর বয়সী অ্যান্ড্রু বালবার্নি। তার সরে দাঁড়ানোয় রঙিন পোশাকে আয়ারল্যান্ডকে এখন নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। তিনি এতদিন সহঅধিনায়ক ছিলেন। তবে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন বালবার্নি।

 

 

সর্বশেষ খবর