রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

‘ওয়ানডেতে বাংলাদেশই ফেবারিট’

ক্রীড়া প্রতিবেদক

‘ওয়ানডেতে বাংলাদেশই ফেবারিট’

সামান্য ভুলে দ্বিতীয় টি-২০ ম্যাচ হেরে যান নিগার সুলতানারা। শেষ টি-২০ ম্যাচে অবশ্য আর ভুল করেনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দুর্দান্ত ক্রিকেট খেলে শেষ ম্যাচটি জিতেছে ৪ উইকেটে। যদিও সিরিজ হেরেছে নিগার বাহিনী। ওই জয়ের পর অবশ্য আত্মবিশ্বাসী হয়েছে ক্রিকেটাররা। আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত মহিলা দলের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজটি শুরু হবে আজ। সকাল সাড়ে ৯টায় ম্যাচগুলো শুরু হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। গতকাল ট্রফি উন্মোচনের পর সিরিজে নিজেদের ফেবারিট বলেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা, ‘অবশ্যই বাংলাদেশকে ফেভারিট মনে করি। কারণ, টি-২০ সিরিজের শেষ ম্যাচটায় আমাদের জয় আছে। এখন ফরম্যাট (ওয়ানডে) বদলালেও আমি ওয়ানডেতে আমাদের এগিয়ে রাখব।’

পরিসংখ্যানের বিচারে টি-২০-র মতো ওয়ানডেতেও এগিয়ে হারমানপ্রীত কাউরের ভারত। দুই প্রতিবেশী এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে ম্যাচ খেলেছে ৫টি। কোনো জয় নেই নিগার বহিনীর। দুই দল ওয়ানডে খেলছে ২০১৩ সাল থেকে। আহমেদাবাদের ওই সিরিজের সবগুলো ম্যাচ হেরেছিল মহিলা দল যথাক্রমে ৫ উইকেট, ৪৬ রান ও ৫৮ রানে। এবার দ্বিতীয়বার সিরিজ খেলবে দুই দল। ২০১৩ সালের পর ২০১৭ সালে খেলেছে দুই দল। বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। পঞ্চম ও সর্বশেষ ম্যাচটি ছিল গত বছর বিশ্বকাপে। নিগাররা হেরেছিলেন ১১০ রানে। পাঁচ ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। কিন্তু শেষ টি-২০ ম্যাচে ৪ উইকেটে জয়ের পর আত্মবিশ্বাসী অধিনায়ক নিগার বলেন, ‘আমার মনে হয়, আমরা যদি দলগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারি, সবাই যদি পজিটিভ থাকি, তাহলে আমরা নিজেদের এগিয়ে রাখব এ সংস্করণে। আমার মনে হয়, শেষ টি-২০ ম্যাচ জেতার পর তারাও আমাদের নিয়ে আলাদা পরিকল্পনা করছে।’

নিজে পারফর‌্যান্স করে দলকে চাঙ্গা করেন নিগার। পজিটিভ পারফরম্যান্স করে প্রতিদান দিতে চান মহিলা অধিনায়ক, ‘অধিনায়ক হিসেবে আমার ইচ্ছা পজিটিভ ক্রিকেট খেলা। ক্রিকেট বোর্ড আমাদের সুযোগ-সুবিধা বাড়িয়েছে। যা চেয়েছি, তার চেয়েও বেশি পাচ্ছি। সেটার প্রতিদান দেওয়ার সময় এসেছে।’

 

সর্বশেষ খবর