বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে একদিনে তিন ওয়ানডে

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ব্যস্ত সূচীতে একদিন দুই ওয়ানডে হওয়ার ঘটনা স্বাভাবিক। তবে এবার ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে একদিনে তিন ওয়ানডে হবে। ১৪ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। একই দিনে দিল্লিতে আফগানিস্তান লড়াই করে ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ‘ভারত-পাকিস্তান’ ম্যাচ, আহমেদাবাদে। প্রথমবারের মতো একদিনে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হচ্ছে। তবে বিশ্বকাপের নিয়মিত সূচীতে তিন ম্যাচ ছিল না। ভারত-পাকিস্তান ম্যাচটি ছিল ১৫ অক্টোবর। কিন্তু ওই দিন আহমেদাবাদে পালিত হবে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব ‘নবরাত্রী’।  আহমেদবাদ পুলিশ জানিয়েছে, এমন দিনে তাদের পক্ষে ‘ভারত-পাকিস্তান’ ম্যাচের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সে কারণেই ম্যাচের সময় একদিন এগিয়ে আনা হয়েছে। আর এই সুচী পরিবর্তনে পাকিস্তানও সমর্থন দিয়েছে। সে কারণেই একই দিনে তিন শহরে তিনটি ম্যাচ আয়োজন করতে হবে আইসিসি-কে।

বিশ্বকাপ মাঠে গড়াবে ৫ অক্টোবর। আহমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।  বাংলাদেশ ৭ অক্টোবর ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের।  বিশ্বকাপের ফাইনাল ১৯ অক্টোবর, আহমেদাবাদে।

 

 

সর্বশেষ খবর