সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

রাশেদুর রহমান

নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩ বছর আগে দক্ষিণ আফ্রিকার সকার সিটি স্টেডিয়ামে লা ফুরিয়া রোজা নামে পরিচিত স্পেন বিশ্বসেরার মুকুট জয় করেছিল। জাভি, ইনিয়েস্তা, ক্যাসিয়াসরা মিলে ফুটবলে এক বিপ্লব নিয়ে এসেছিলেন। অর্ধ যুগ ধরে স্পেনের কাছে আত্মসমর্পণ করে ছিল পুরো ফুটবল দুনিয়া। ছেলেদের ফুটবলের সেই ইতিহাসটাই কি পুনরায় লিখতে চলেছে স্পেনের মেয়েরা! গতকাল ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ৭৬ হাজার দর্শককে সাক্ষী বানিয়ে ম্যাচটা স্পেন জয় করেছে ১-০ গোলে। গোলদাতা ওলগা কারমোনা।

জাভি হার্নান্দেজ, আন্দ্রেজ ইনিয়েস্তা, জেরার্ড পিকে, ডেভিড ভিয়াদের তৈরি করেছিল বার্সেলোনা। তাদের হাত ধরেই স্পেনে এসেছিল বিশ্বকাপ ট্রফি। নারী বিশ্বকাপে স্পেনের সফলতার পেছনেও বার্সেলোনার বড় অবদান আছে। গতকাল ফাইনালে স্পেনের প্রথম একাদশে বার্সেলোনারই ছিলেন ছয়জন। পরবর্তীতে বদলি হিসেবে নেমেছেন বার্সেলোনার আরও একজন। কাতালান ক্লাবটি গত মৌসুমে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। সে দলের আটজন আছেন স্পেনের বিশ্বকাপ দলে। প্রায় দেড় দশক আগের সেই বার্সেলোনার কথাই মনে করিয়ে দিচ্ছেন আলেক্সিয়া পুতেয়াস, বোনমাতি আর আইরিনরা।

গতকাল ফাইনালটা খেলতে নেমে শুরুর দিকে স্পেনের মেয়েরা গুছিয়ে উঠতে বেশ সময় নেন। তবে ইংল্যান্ডের আক্রমণ সামলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে খুব একটা দেরি করেননি বোনমাতিরা। ম্যাচের ২৯ মিনিটে গোলটা করেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা। এরপর ৬৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল তারা। তবে ভিএআরের সৌজন্যে পেনাল্টি পাওয়াটা কাজে লাগাতে পারেনি স্পেন। জেনিফার গোল করতে ব্যর্থ হন। অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা গোলই যথেষ্ট ছিল। স্পেনের রক্ষণ ভেদ করে ইংল্যান্ড জালের দেখা পায়নি ম্যাচজুড়ে।

নারী বিশ্বকাপে পঞ্চম দল হিসেবে চ্যাম্পিয়ন হলো স্পেন। এর আগে কেবল যুক্তরাষ্ট্র (চারবার), জার্মানি (দুবার),  নরওয়ে (একবার) ও জাপান (একবার) চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় দল হিসেবে পুরুষ ও নারী দুই বিশ্বকাপই জয় করল স্পেন। এর আগে কেবল জার্মানদেরই এ কীর্তি আছে।

গতকাল ফাইনাল জয়ের পর স্পেনের কোচ জর্জ বিল্ডা বললেন, ‘সত্যিই খুব কঠিন নিজের আবেগ তুলে ধরা। আমি এ দলটাকে নিয়ে গর্বিত। আমাদের যারা দেখছেন তাদের জন্যও আমার খুব ভালো লাগছে। আমরা সবাইকে আনন্দিত করতে পেরেছি। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’ স্পেনের উৎসবের পেছনে ছিল ইংল্যান্ডের ডাচ কোচ সারিনা উইগম্যানের দুঃখভরা মুখ। তিনি ২০১৯ সালের বিশ্বকাপেও ফাইনালে ছিলেন। সেবার নেদারল্যান্ডসের কোচ হিসেবে।

সর্বশেষ খবর