সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আশা জাগাচ্ছেন ইমরানুর

ক্রীড়া প্রতিবেদক

আশা জাগাচ্ছেন ইমরানুর

যে মানের অ্যাথলেট ছিলেন, তাতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সাড়া জাগাবে এ প্রত্যাশা অনেকেরই ছিল। অথচ ৫২ বছরে অ্যাথলেটিকসে বড় প্রাপ্তি বলতে সাউথ এশিয়ান গেমসে তিনবার দ্রুততম মানবের খেতাব পাওয়া। এখন তো এ গেমসেও পুরুষ ও নারী অ্যাথলেটদের পদক জেতাটা স্বপ্নে পরিণত হয়েছে। এশিয়ান গেমস, অলিম্পিক গেমস বা বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যে ট্রাকে থাকে এটাই যথেষ্ট। বড় গেমসে এমনও অবস্থা হয়েছে হিটে অন্যরা দৌড় শেষ করলেও বাংলাদেশের অ্যাথলেটরা শুরুই করতে পারেননি। লজ্জা বা হাসিঠাট্টাই যেন বাংলাদেশের প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছিল। যাক পদক না আসুক, শেষ পর্যন্ত অ্যাথলেটিকসে বাংলাদেশ এ লজ্জা থেকে বের হয়ে আসতে পেরেছে। লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান বেশিদিন হয়নি আন্তর্জাতিক গেমসে বাংলাদেশের হয়ে দৌড়াচ্ছেন। দেশের জাতীয় প্রতিযোগিতায় দুবার দ্রুততম মানব হয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার থেকে শুরু হয়েছে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনই ১০০ মিটার ¯িপ্রন্টে প্রাথমিক হিটে অংশ নেন ইমরানুর। নিজের হিটে প্রথম হয়ে চমক দেখান তিনি। তার টাইমিং ছিল ১০.৫০ সেকেন্ড। গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। গত মাসে ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডে সেমিফাইনালে ওঠেন। টাইমিং যাই হোক, ইমরানুরই বাংলাদেশের প্রথম অ্যাথলেট যিনি আন্তর্জাতিক পর্যায়ে হিটে প্রথম হন। পরের হিটে সপ্তম হয়ে বাদ পড়ে যান। বিশ্ব চ্যাম্পিয়নশিপে হিটে প্রথম হওয়ায় বাংলাদেরেশ আশা আগামী মাসে এশিয়ান গেমসে আরও বড় চমক দেখাতে পারেন ইমরানুর। নিজেও বলেছেন, ‘এ ফল আমাকে এশিয়ান গেমসে অনুপ্রেরণা জোগাবে। আত্মবিশ্বাস নিয়ে ট্রাকে নামতে পারব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর