সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ব্যাটিং অনুশীলনে তামিম

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটিং অনুশীলনে তামিম

ব্যাটিং অনুশীলনে ফিরেছেন তামিম ইকবাল। দেড় মাস পর গতকাল ব্যাটিং করেছেন টাইগার ওয়ানডে সাবেক অধিনায়ক। ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর গতকাল প্রথম ব্যাটিং করেন। ১৫ মিনিট থ্রোয়ারে ছোড়া বলে ব্যাটিং করেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। নেটের পেছনে দাঁড়িয়ে দেশসেরা ওপেনারের ব্যাটিং দেখেন বিসিবির পুনর্বাসন কেন্দ্রের প্রধান ফিজিও কিয়েরন থমস ও বিসিবির আরেক বায়েজিদুল ইসলামসহ অনেকেই। দেড় মাস পর ব্যাটিং করলেও নেটে সাবলীল ছিলেন তামিম। ব্যাটিংয়ে কিছু বল খেলেছেন ফ্রন্ট ফুটে এবং কিছু বল ব্যাকফুটে। ব্যাটিংয়ের পর মূল মাঠে কিছুক্ষণ ফিটনেস নিয়ে কাজ করেন। তামিম অবশ্য মাঠে নামেন ৯ আগস্ট। তখন থেকে তিনি রানিং ও জিম করছেন।

পিঠের ইনজুরির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেন তামিম। শুধু তাই নয়, এশিয়া কাপ ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। এশিয়া কাপ না খেলার কারণ হিসেবে তিনি পিঠের পুরনো ব্যথার দিকে ইঙ্গিত করেন। পঞ্চমবারের বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখা তামিম শতভাগ ফিট হয়ে ফিরতে চাইছেন। এ জন্য তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে সুস্থ করার প্রক্রিয়ায় রয়েছেন। চিকিৎসা করেছেন দুবাই ও লন্ডনে। পিঠের চতুর্থ ও পঞ্চম লাম্বার ডিস্কে দুটি ইনজেকশন দিয়ে ৩১ জুলাই দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর