শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভারতে মাঠে নামার অপেক্ষায় নেইমার

ক্রীড়া প্রতিবেদক

ভারতে মাঠে নামার অপেক্ষায় নেইমার

বিদেশে গ্যালারিতে বসে নয়, ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রের ম্যাচ দেখবে ভারতবাসী নিজ দেশের গ্যালারিতে বসে। তবে ভেন্যু এখনো ঠিক হয়নি। এর আগেও নেইমার ভারতের গোয়া ঘুরে গেছেন। এবার আসছেন ম্যাচ খেলতে। প্রীতি নয়, প্রতিযোগিতামূলক বা ফুটবলের বড় আসরে নেইমারের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এশিয়ান ফুটবলে মর্যাদাকর আসর চ্যাম্পিয়ন্স লিগে সৌদি আরবের আল হিলালের পক্ষে গ্রুপ ম্যাচে লড়বেন নেইমার। ভারতে তার দলের প্রতিপক্ষ হবে মুম্বাই এএফসি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং নির্ধারণ হয়েছে গতকাল। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এই ড্রয়ে নেইমারের আল হিলাল পড়েছে ডি গ্রুপে। যেখানে মুম্বাই এএফসি ছাড়াও অন্য দুই ক্লাব হচ্ছে ইরানের নামাজি সাজান দারান ও উজবেকিস্তানের লাভ বাহোর নামানগান। ১৮ সেপ্টেম্বর গ্রুপ পর্ব শুরু হবে। তবে কে কোথায় খেলবে তা ঠিক হয়নি।

ক্রিস্টিয়ানো রোনালদোর দল সৌদি আরবের আল নাসরের সম্ভাবনা ছিল ভারতীয় দলের সঙ্গে খেলার। কিন্তু আল নাসর খেলবে ই গ্রুপে। এখানে বাকি তিন ক্লাব হচ্ছে ইরানের পার্সেপোলিস, তাজিকিস্তানের ইন্তিকলাল ও কাতারের আল দুহাটন। যেখানে বাংলাদেশের কিংসও নাম লিখিয়েছে। প্রাথমিক রাউন্ডে হেরে তারা বিদায় নিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কাঁপানোর পর রোনালদো ও নেইমার এবার খেলবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে।

সর্বশেষ খবর