শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মানকাডিং নিয়ে আলোচনায় আফগান পেসার ফারুকি

ক্রীড়া ডেস্ক

মানকাডিং নিয়ে আলোচনায় আফগান পেসার ফারুকি

প্রথম ওয়ানডেতে মাত্র ৫৯ রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান। হাম্বানটোটায় দ্বিতীয় ওয়ানডেতে ৩০০ রান তুলে শেষ পর্যন্ত লড়াই করে। ম্যাচটি জিততে সব ধরনের চেষ্টা করেছে আফগানিস্তান। মানকাডিংও করেছে। তারপরও জিততে পারেনি আফগানিস্তান। এক বল হাতে রেখে ১ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। আজ কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১২ বলে ২৭ রান। ৪৯তম ওভারের শেষ দুই বলে দুই ছক্কা মারেন ম্যাচসেরা শাদাব খান। শেষ ওভারে পাকিস্তানের দরকার ৬ বলে ১১ রান। বল তুলে নেন আফগান বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি। ওই ওভারেই মানকাডিং নাটক! ফারুকি প্রথম ওভার ডেলিভারি দিতে রানিং শুরু করেন, ক্রিজ পার হওয়ার আগেই ননস্ট্রাইক এন্ড ছেড়ে একটু এগিয়ে যান শাদাব। সময়ক্ষেপণ না করে জয়ে মরিয়া ফারুকি স্ট্যাম্প ভেঙে দেন। আম্পায়ার আউট দেন শাদাবকে। মানকাডিং আউট হয়ে মাঠ ছাড়ার আগে শাদাব ৪৮ রান করেন ৩৫ বলে ৩ চার ও এক ছক্কায়। মানকাডিংয়ে শাদাবের আউটের পর ম্যাচ হেলে পড়ে আফগানিস্তানের দিকে। ৫ বলে দরকার দাঁড়ায় ১১ রান। মুখোমুখির প্রথম বলেই বাউন্ডারি মারেন পেসার নাসিম শাহ। তৃতীয় বলে এক। শেষ ৩ বলে দরকার ৬ রান। চতুর্র্থ বলে ৩ রান নেন হারিস রউফ। পঞ্চম বলে বাউন্ডারি মেরে দলকে ১ উইকেটের অবিশ্বাস্য জয় উপহার দেন নাসিম।

সর্বশেষ খবর