সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

এশিয়া কাপের  প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাবর আজমের পাকিস্তান। কলম্বোয় শেষ ওয়ানডেতে বাবর বাহিনী জয় পায় ৫৯ রানে। তিন ম্যাচের সিরিজে আফগানরা শুধু প্র্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে দ্বিতীয় ওয়ানডেতে। হেরেছিল ১ উইকেটে। প্রথমটিতে অলআউট হয়েছিল ৫৯ রানে। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে এশিয়া কাপের আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। র‌্যাঙ্কিংয়ের দুইয়ে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করে  ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৮ রান করে বাবর বাহিনী। বাবর ৬০ ও ম্যাচসেরা মোহাম্মদ রিজওয়ান ৬৭ রান করেন। জবাবে ৪৮.৪ ওভারে ২০৯ রানে অলআউট হয় আফগানিস্তান। এশিয়া কাপের আগে প্রস্তুতি ভালো হয়েছে সাবেক চ্যাম্পিয়নদের। ৩০ আগস্ট নেপালের বিপক্ষে এশিয়া কাপের সূচনা ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তান।    

 

সর্বশেষ খবর