মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

লাহোরে যাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

লাহোরে যাচ্ছেন লিটন

আফগানিস্তানের বিপক্ষে জিততেই হতো। বাঁচামরার ম্যাচটি আবার জিতলেই হতো না, জিততে হতো বড় ব্যবধানে। তাহলেই সুপার ফোর নিশ্চিত হতো। পরশু রাতে রশিদ খানদের আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেরা চারে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। দলটির বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন লিটন দাস। গতকাল রাতে লাহোরের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ডান হাতি ড্যাসিং ওপেনারের। যিনি জ্বরের জন্য গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলেননি। তার অভাব পুরোপুরি অনুভূত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। তানজিদ তামিম ও মোহাম্মদ নাঈম ওপেনিং জুটিতে ১.২ ওভারে ৪ রান করেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানে জয়ী ম্যাচে মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ ও নাঈম ৯.৬ ওভারে ৬০ রানের ভিত দেন। মিরাজ ছাড়া বাকি দুই ওপেনার বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। তাই জ্বর সেরে যাওয়ায় লিটনকে লাহোর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কাতার এয়ারওয়েজে গতকাল রাত ৯টায় ঢাকা ছাড়ার কথা ডান হাতি ওপেনারের। লিটন অসুস্থ থাকায় স্কোয়াডে না থাকার পরও পাঠানো হয়েছে এনামুল হক বিজয়কে। লিটনকে স্কোয়াডে নিতে হলে ১৭ সদস্যের স্কোয়াডের যে কোনো একজনকে বাদ দিতে হবে। এজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনুমতি নিতে হবে বিসিবিকে। 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর