বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গোল নিয়েই বাংলাদেশের যত গোলমাল

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান সাফ থেকে বের হয়ে গেছে আগেই। ফুটবলে তারা বেশ শক্তিশালী দল। বিশেষ করে বাংলাদেশের চেয়ে এগিয়ে। র‌্যাঙ্কিং ও মান দুটোতেই এগিয়ে থাকায় অনেকে ধরে নিয়েছিলেন ফিফা আন্তর্জাতিক প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ পারবে না। এমনকি আশঙ্কা ছিল বড় ব্যবধানে হেরে তপু বর্মনরা মাঠ ছাড়বেন। তবে বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে বাংলাদেশ দারুণ খেলেছে। শুরু থেকে আক্রমণাত্মক খেলা খেলে আফগানদের অনেকটাই কোণঠাসা করে রাখে। আফগানিস্তানও আক্রমণ চালায় কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডারদের দৃঢ়তায় গোল করা সম্ভব হয়নি। রবিবার বসুন্ধরা কিংস অ্যারিনায় আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হয়। তা আরও স্মরণীয় করে রাখা যেত বাংলাদেশ জয় পেলে। ম্যাচের যে চেহারা ছিল তাতে বাংলাদেশের জয় না পাওয়াটা অবাকই বলা যায়। বড় ম্যাচে এমনিতেই গোলের সুযোগ কম আসে। অথচ সেদিন বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েও জালে বল পাঠাতে পারেনি। মোরসালিন ও রাকিব দুজন মিলে নিশ্চিত ৩টি গোলের সুযোগ হাতছাড়া করেছেন। শট নিলেই যেখানে গোল হয় তা-ও পারেননি। এমন সুযোগ হাতছাড়া করায় দর্শকরা বিস্মিত। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ। তিনি কোচ হাভিয়ের কাবরেরা ও ম্যানেজার আমের খানকে বাফুফেতে ডেকে আনেন পর দিন। সালাউদ্দিন দুজনকে বলেছেন, ম্যাচে গোল মিস হবেই। কিন্তু তাই বলে এত সহজ সুযোগ হাতছাড়া করবে! তিনি কোচ ও ম্যানেজারকে বলেন খেলোয়াড়দের ম্যাচের ভিডিও ফুটেজ দেখাতে। সালাউদ্দিন এও বলেন, এমন হলে তো বাংলাদেশ কখনো ম্যাচই জিততে পারবে না।

অনেক দিন পর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমিফাইনাল খেলে। ফাইনালেও যেতে পারত। কিন্তু কুয়েতের বিপক্ষে সহজ সহজ সুযোগ হাতছাড়া করায় শেষের দিকে হেরে বিদায় নিতে হয়। বারবার কেন এমন হচ্ছে, এটা কোনো মানসিক সমস্যা কি না তা বের করতে বলেছেন বাফুফে সভাপতি। ৭ সেপ্টেম্বর ম্যাচের পর তিনি নিজেই বিষয়টি নিয়ে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন।

সর্বশেষ খবর