শিরোনাম
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারতের আইএফএ শিল্ড বসুন্ধরা কিংস অ্যারিনায়!

বসুন্ধরা কিংস প্রথমবারের মতো আইএফএ শিল্ডে অংশ নিতে যাচ্ছে। এ হবে এক নতুন ইতিহাস।

ক্রীড়া প্রতিবেদক

ভারতের আইএফএ শিল্ড বসুন্ধরা কিংস অ্যারিনায়!

ভারতের নিজস্ব ফুটবল আসর বাংলাদেশে অনুষ্ঠিত হবে কেউ কি কখনো ভেবেছিলেন? না ভাবাটাই স্বাভাবিক। কেননা যে দেশে ভেন্যুর ছড়াছড়ি সেখানে আবার অন্য দেশের প্রয়োজন কী? তবে নতুন বছরে নতুন চমক দেখানোর অপেক্ষায় রয়েছে উপমহাদেশের জনপ্রিয় ফুটবল ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারিনা। ভারতের প্রাচীনতম ফুটবল আসর আইএফএ শিল্ড আয়োজনে প্রস্তাব পেয়েছে কিংস অ্যারিনা। আগামী জানুয়ারির মাঝামাঝি পশ্চিমবাংলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস যৌথভাবে এ টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়েছে। কয়েক বছর ধরেই আইএফএ শিল্ড আয়োজনে প্রস্তাব দেওয়া হচ্ছিল কিংস ম্যানেজমেন্টকে। তবে আলোচনা টেলিফোনেই সীমাবদ্ধ ছিল।

এবার ঢাকায় এসে আইএফএ সচিব অনির্বাণ দত্ত আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানকে। টুর্নামেন্টে কিংস অ্যারিনা কিংসের হোম ভেন্যু হিসেবে ব্যবহার হবে। বাকি দল লটারির মাধ্যমে ঠিক হবে। কলকাতার খেলা হবে সল্টলেক স্টেডিয়ামে। কয়টি দল খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের বসুন্ধরা কিংস ছাড়া ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডান খেলবে তা নিশ্চিত। মোহামেডানের পরিচালক আবু হাসান প্রিন্স জানান, আমাদের ইতোমধ্যে আমন্ত্রণ জানিয়েছে আইএফএ। ভারতের ইস্টবেঙ্গল, মোহনবাগান ও কলকাতা মোহামেডান এ আসরে অংশ নেবে।

বসুন্ধরা কিংস প্রথমবারের মতো আইএফএ শিল্ডে অংশ নিলে তাদের অভিষেকটা হবে হোম ভেন্যু কিংস অ্যারিনায়। এ হবে এক নতুন ইতিহাস। এ ব্যাপারে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘অনির্বাণ দত্ত আমাদের প্রস্তাব দিয়েছেন, তাতে আমরা রাজি হয়েছি। কিংস অ্যারিনা দেখে তিনি সন্তুষ্ট হয়ে বলেন, দুই বাংলা মিলে আইএফও শিল্প আয়োজন করলে তা দারুণ হবে। তবে এখনো কোনো কিছুই ঠিক হয়নি। দুই পক্ষ মিলে আরেকটি বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

 

 

সর্বশেষ খবর