মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফিরেই দুরন্ত সেঞ্চুরি লোকেশের

ক্রীড়া প্রতিবেদক

ফিরেই দুরন্ত সেঞ্চুরি লোকেশের

এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন। কিন্তু গ্রুপ পর্বের কোনো ম্যাচ খেলেননি লোকেশ রাহুল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছেন এবং বাজিমাত করেছেন। কোহলির সঙ্গে পাল্লা দিয়ে শৈল্পিক ব্যাটিং করেছেন রাহুল। খেলেছেন ১১১ রানের অপরাজিত ইনিংস। ১০৬ বলের ইনিংসটি খেলেন ১২ চার ও ২ ছক্কায়। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাঁকানো রাহুলের ৫৫ ম্যাচ ক্যারিয়ারে এটা ষষ্ঠ সেঞ্চুরি। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেন তিনি কাটায় কাটায় ১০০ বলে। ক্যারিয়ারে ১৩টি হাফ সেঞ্চুরি করেছেন রাহুল। গতকালই ২ হাজার রানের মাইলফলকও পাড়ি দিয়েছেন ভারতীয় এ তারকা। গতকাল রাহুলের পাশাপাশি সেঞ্চুরি করেন বিরাট কোহলিও। দুই তারকার দুরন্ত ব্যাটিংয়ে ভারত ৩৫৬ রানের পাহাড় গড়ে। কোহলি ও রাহুলের আগে পাকিস্তানের বোলারদের ভালোই সামলেছেন রোহিত শর্মা ও শুভমন গিল। রোহিত ৫৬ ও শুভমন ৫৮ রান করে সাজঘরে ফেরেন। ভারতের ছুড়ে দেওয়া বিশাল টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই বেশ বিপদে পড়ে পাকিস্তান।

 

সর্বশেষ খবর