শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের একধাপ অবনতি

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের পারফরম্যান্সে আইসিসি র‌্যাঙ্কিংয়ে দলগুলোর অবস্থানের পরিবর্তন হয়েছে। বিশেষ করে এশিয়ার দলগুলোর। বাংলাদেশ নেমে পড়েছে এক ধাপ। এগিয়েছে শ্রীলঙ্কা ও ভারত এবং নিচে নেমেছে পাকিস্তান। এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স আহামরি নয়। গতকালের ভারত ম্যাচের আগের চারটিতে জয় মাত্র একটি। আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়াও হার রয়েছে শ্রীলঙ্কা দুবার এবং পাকিস্তান একবার। র‌্যাঙ্কিংয়ে সাকিব বাহিনীর পয়েন্ট ৩২ ম্যাচে ১৯৪১। র‌্যাঙ্কিং পয়েন্ট ৯২। সাত নম্বর থেকে এক ধাপ নিচে নেমে বাংলাদেশ এখন ৮ নম্বরে। ৩২ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা এখন ৭ নম্বরে। এশিয়া কাপের ফাইনালে উঠতে ব্যর্থ হয়ে এক ধাক্কায় র‌্যাঙ্কিয়ের তিনে নেমে গেছে পাকিস্তান। ১১৮ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে শীর্ষে ছিল পাকিস্তান। বাবর আজমের দলটির রেটিং পয়েন্ট ২৭ ম্যাচে ১১৫। এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৬ ম্যাচে ১১৮। দুইয়ে থাকা রোহিত শর্মার ভারতের পয়েন্ট ৩৯ ম্যাচে ১১৬। র‌্যাঙ্কিয়ের চারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পয়েন্ট ২৭ ম্যাচে ১০৩। নিউজিল্যান্ড পাঁচে ২৯ ম্যাচে ১০২, দক্ষিণ আফ্রিকা ২২ ম্যাচে ১০১ পয়েন্ট নিয়ে ছয়ে। সাতে শ্রীলঙ্কার পয়েন্ট ৩২ ম্যাটে ৯৩। আটে নামা বাংলাদেশের পয়েন্ট ৩২ ম্যাচে ৯২। ৯ নম্বরে আফগানিস্তান ২১ ম্যাচে ৮০। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ৩৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। জিম্বাবুয়ে ১১, স্কটল্যান্ড ১২ ও আয়ারল্যান্ড ১৩ নম্বরে।

সর্বশেষ খবর