শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেসি ফের ফিফা বর্ষসেরার লড়াইয়ে

ক্রীড়া ডেস্ক

মেসি ফের ফিফা বর্ষসেরার লড়াইয়ে

আবারও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা দ্য বেস্টের লড়াইয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২০১৯ ও ২০২২ সালে এ পুরস্কার জয় করেছেন মেসি। বিভিন্ন নামে ফিফার বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়েছে গত দেড় যুগে। সবমিলে মেসি ফিফার বর্ষসেরা হয়েছেন সাতবার। অষ্টমবার কি এ পুরস্কার জিততে পারবেন আর্জেন্টাইন তারকা! গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হবে এবারের পুরস্কার। এ সময়ের মধ্যে মেসি পিএসজির হয়ে লিগ ওয়ান এবং ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ জয় করেছেন। এক্ষেত্রে সমর্থকদের অনলাইন ভোট বড় ভূমিকা রাখবে। ৬ অক্টোবর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে গিয়ে ভোট দেওয়া যাবে। মেসি এ লড়াইয়ে থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদো নেই তালিকায়। ১২ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের আরলিং হলান্ডও। এ ছাড়া আছেন বার্নার্ডো সিলভা, ভিক্টর ওসিমহেন, ডেকলান রাইস, রডরি, ইলকে গুন্ডোগান, কেভিন ডি ব্রুইন, মার্সেলো ব্রোজোভিচ এবং জর্জিয়ার খাভিচা কভারাতখেলিয়া। গত বার ফিফা দি বেস্টের লড়াইয়ে লিওনেল মেসি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। এবার তার শক্ত প্রতিপক্ষ আছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নরওয়ের তারকা ফুটবলার আরলিং হলান্ড জয় করেছেন ট্রেবল শিরোপা। ইংলিশ প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপ জয়ের পেছনে ম্যানসিটির হয়ে দারুণ খেলেছেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেনও। তাছাড়া পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও আছেন। এই তিন তারকার মধ্যেই ফিফা বর্ষসেরার লড়াইটা হতে পারে এ বছর। অবশ্য গুন্ডোগানকেও বাদ দেওয়া যায় না।

সর্বশেষ খবর