রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভারত জয়ের তৃপ্তি নিয়ে দেশে ফিরেছেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ভারত জয়ের তৃপ্তি নিয়ে দেশে ফিরেছেন টাইগাররা

পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়া কাপে অংশ নেয়নি বাংলাদেশ। তার ওপর টুর্নামেন্ট শুরুর পর ইনজুরিতে পড়েছেন কয়েকজন। নাজমুল হোসেন শান্ত খেলতে পারেননি সুপার ফোরে। এমন একটি খর্ব শক্তির দল নিয়ে ফাইনাল খেলাটা একটু বেশিই কঠিন। তারপরও শূন্য হাতে পেরেনি সাকিব বাহিনী। লিগ পর্বে আফগানিস্তানকে হারায়। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারের পর শেষ ম্যাচে ভারতকে হারায় ৬ রানে। ২৬৫ রান করার পর দুরন্ত বোলিংয়ে রোহিত বাহিনীকে ২৫৯ রানে বেঁধে ফেলে সাকিব বাহিনী। ভারত জয়ের তৃপ্তি নিয়ে গতকাল ঢাকায় ফিরেছে টাইগাররা। শক্তিশালী ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গতকাল ঢাকায় পা রেখে মিডিয়ার মুখোমুখিতে ভারতকে হারানোর উচ্ছ্বাস প্রকাশ করেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ‘আমরা ভারতের বিরুদ্ধে জিতেছি। অবশ্যই বিশ্বকাপের আগে এ জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। এ টুর্নামেন্টে ভারত সবচেয়ে শক্তিশালী দল। ওদেরই আমরা হারিয়েছি। এ জয় আমাদের পরবর্তী পর্যায়ে সাহায্য করবে। সামনেই বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জিতে আমরা সবাই খুব খুশি।’ অভিষেক হয়েছে ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের। ভারত বধের অন্যতম নায়ক তানজিম সাকিব শুরুতেই স্লোয়ারে ভারতীয় অধিনায়ক রোহিতকে আউট করেন। এরপর আবার আঘাত হানেন। অভিষেকে রোহিতের উইকেটকে স্বপ্নের বলেছেন তানজিম, ‘রোহিত ভাইয়েরটা স্বপ্নের উইকেট।’ মেকশিফট ওপেনার হিসেবে মিরাজ সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপে পূর্ণ শক্তির দল নিয়ে খেলার ইচ্ছা পোষণ করেছেন মিরাজ, ‘টুর্নামেন্ট চলাকালীন যে ক্রিকেটাররা চোট পেয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। খেলা চলাকালীন চোট পেয়েছেন শান্ত। আমরা সবাই একসঙ্গে বিশ্বকাপে যেতে চাই।’

 

 

 

 

সর্বশেষ খবর