রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে সাকিবরা

♦ ফিরলেন তামিম, মাহমুদুল্লাহ, সৌম্য ♦ সাকিবের সঙ্গে বিশ্রামে মুশফিক, মিরাজ, তাসকিন হাসান, শরিফুল

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ মিশন শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসা শুরু করেছে লুকি ফার্গুসনের নেতৃত্বে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, তাতে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। এশিয়া কাপ খেলা স্কোয়াড থেকে বিশ্রাম পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও শামীম হাসান। স্কোয়াডকে নেতৃত্ব দেবেন লিটন দাস। দলের অনুশীলন শুরু হবে ১৯ সেপ্টেম্বর মিরপুরে। সিরিজের ম্যাচ তিনটি ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো খেলা হবে মিরপুর স্টেডিয়ামে।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ওয়ানডের দল

লিটন কুমার দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

 

সর্বশেষ খবর