রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মালদ্বীপে অপরাজিত বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

২০১৮ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর বসুন্ধরা কিংস ঘরোয়া আসরে সব রেকর্ডই গড়েছে। যা ৭৫ বছরের ইতিহাসে অন্য কোনো ক্লাবের পক্ষে সম্ভব হয়নি। আন্তর্জাতিক আসরে সাফল্য না এলেও কিংসই গড়েছে নতুন রেকর্ড। একমাত্র দল হিসেবে অভিষেকের পর বাংলাদেশের চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপে টানা চার বছর খেলতে নামছে তারা। বাংলাদেশের প্রথম দল হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও অংশ নিয়েছে কিংস। ১৯ সেপ্টেম্বর থেকে বসুন্ধরা কিংসের এবারের এএফসি কাপের মিশন শুরু হচ্ছে। ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্সরা। প্রতিপক্ষ ভারতের মোহনবাগান জায়ান্ট, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ও ভারতের ওড়িশা এএফসি।

আজ সকালে কিংস ঢাকা ছাড়ছে। বিকালেই মালদ্বীপ পৌঁছানোর কথা। ১৯ সেপ্টেম্বর কিংস মালেতে মাজিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে। এএফসি কাপে মালদ্বীপের কোনো দলের কাছে কিংস হারা তো দূরের কথা, ড্রও করেনি। ২০২০ সালে অভিষেক আসরেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে। ওই ম্যাচে মেসির সঙ্গে খেলা আর্জেন্টিনার বার্কোস হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। ২০২১ সালে মালদ্বীপের মাটিতে মাজিয়াকে ২-০ গোলে হারায় কিংস। ২০২২ সালে সল্টলেক স্টেডিয়ামে এই মাজিয়াকে ১-০ গোলে হারায় কিংস। ২০১৯ সালে নীলফামারীতে এক প্রীতি ম্যাচে মালদ্বীপ রেডিয়ান্টকে ৪-১ গোলে হারায় কিংস। অর্থাৎ মালদ্বীপের দলের বিপক্ষে অপরাজিত দল হিসেবেই মিশন শুরু করবে বসুন্ধরা কিংস।

৩৩ জন ফুটবলার নিয়ে কিংস ঢাকা ছাড়ছে। লোকালদের মধ্যে নতুন মুখ ডিফেন্ডার সোহেল রানা। তিনি এবার ঢাকা আবাহনী থেকে কিংসে যোগ দিয়েছেন। সেরা একাদশে ছয়জন বিদেশি খেলতে পারলেও কিংস নিয়ে যাচ্ছে সাতজন। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আসর হবে। লড়াই হবে হাড্ডাহাড্ডি। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমাদের টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন। ঘরের মাঠে তিন ম্যাচ ছাড়া অ্যাওয়েতে দুই ম্যাচ জিততে চাই। ভুবনেশ্বরে মোহনবাগানের বিপক্ষে ড্র। মাজিয়াকে আগের চেয়ে দুর্বল মনে হচ্ছে। অন্যদিকে কিংসের শক্তি বেড়েছে। আশা করি শুরুটা জয়ে হবে। দলের প্রস্তুতিও ভালো। সব মিলিয়ে বলব, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রয়েছে কিংসের।’

কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘কাউকে আমরা দুর্বল ভাবছি না। প্রস্তুতি আমাদের ভালো। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা থাকবে আমাদের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে প্রতিটি ম্যাচে সেরাটা দিতে হবে। আমরা বিশ্বাস করি ছেলেরা তা পারবে।’

 

বসুন্ধরার ম্যাচ

১৯ সেপ্টেম্বর : মাজিয়া স্পোর্টস : বসুন্ধরা কিংস-মালে স্টেডিয়ামে

২ অক্টোবর : বসুন্ধরা কিংস : ওড়িশা এএফসি কিংস অ্যারিনা

২৪ অক্টোবর মোহনবাগান : বসুন্ধরা কিংস-ভুবনেশ্বর

৭ নভেম্বর : বসুন্ধরা কিংস : মোহনবাগান-কিংস অ্যারিনা

২৭ নভেম্বর : বসুন্ধরা কিংস : মাজিয়া-কিংস অ্যারিনা

১১ ডিসেম্বর : ওড়িশা এএফসি : বসুন্ধরা কিংস-ভুবনেশ্বর

সর্বশেষ খবর