সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেসি ছাড়া হারল ইন্টার মায়ামি

ক্রীড়া ডেস্ক

মেসি ছাড়া হারল ইন্টার মায়ামি

মেজর লিগ সকারে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়া হারল ইন্টার মায়ামি। গতকাল ভোরে আটলান্টার কাছে ৫-২ গোলে হেরেছে তারা। মায়ামির পক্ষে লিওনার্দো ক্যাম্পানা দুটি গোল করেও দলকে জেতাতে পারেননি। আটলান্টার পক্ষে একটি করে গোল করেন ট্রিস্টান, ব্রুকস, গিওর্গস ও টেইলর উলফ। এ পরাজয়ে প্লে-অফে খেলার আশা শেষই হয়ে গেল ইন্টার মায়ামির! এমনকি ওয়াইল্ড কার্ড রাউন্ডেও খেলতে পারছে না তারা। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলে ক্লাবে যোগ দিয়েছেন মেসি। তবে গতকাল খেলতে নামেননি তিনি। মেসির অনুপস্থিতিতে হারল দলটা। মেসিদের সামনে আছে ইউএস ওপেন কাপের ফাইনাল। ২৮ সেপ্টেম্বর সকালে হিউস্টনের মুখোমুখি হবে দলটি। মেসিকে বিশ্রাম দিয়ে সে ম্যাচেরই প্রস্তুতি নিচ্ছেন মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো। ১৫ দলের ইস্টার্ন কনফারেন্সে ২৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করছে মায়ামি।

সর্বশেষ খবর