সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চীনকে রুখে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জয় না এলেও ফুটবলে সুখবর এসেছে। চীনের এশিয়ান গেমসে পুরুষ ফুটবলে গ্রুপে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ অলিম্পিক দলের নকআউট পর্বের আশা শেষ হয়ে যায়। প্রথম ম্যাচে মিয়ানমারের কাছে আত্মঘাতী ও দ্বিতীয় ম্যাচে পেনাল্টি গোলে হার মানে ভারতের কাছে। গতকাল শেষ ম্যাচ ছিল চীনের বিপক্ষে। যারা ভারতকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছিল। শঙ্কা ছিল চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারবেন না হাভিয়ের কাবরেরার শিষ্যরা। অথচ শেষটা ভালোই করল বাংলাদেশ। ২০০২ সালে বিশ্বকাপ খেলা দেশ চীনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছেন যুবারা। তুলনামূলকভাবে চীন ভালো খেললেও বাংলাদেশও ছেড়ে কথা বলেনি। আক্রমণ চালিয়ে গোলের সুযোগও পেয়েছিল। কাজে লাগাতে না পারায় বল আর জাল স্পর্শ করেনি।  গত এশিয়ান গেমসে বাংলাদেশ নক আউট পর্ব খেললেও এবার কপালই মন্দ। প্রথম ম্যাচে ভালো খেলেও শেষের দিকে মুরাদের আত্মঘাতী গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে সুনীল ছেত্রীর ভারতের কাছে হার আরও দুর্ভাগ্যজনক। ৮৭ মিনিটে এসে পেনাল্টি গোলে বাংলাদেশ হারে। ‘এ’ গ্রুপ থেকে চীন চ্যাম্পিয়ন, ভারত রানার্সআপ এবং মিয়ানমারও বেস্ট থার্ড হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়। এক্ষেত্রে বাংলাদেশ যদি মিয়ানমার বা ভারতকে হারাতে পারত তাহলে নকআউট পর্বে উঠে যেত। এটি গেমসে চীনের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ২০০২ সালে বুসানে ১-৪ ও ১৯৮২ সালে ০-১ গোলে হারে।

সর্বশেষ খবর