সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফাইনালে ওঠা হলো না নিগারদের

ক্রীড়া প্রতিবেদক

২০১০ সালের গুয়াংজু এশিয়াড ও ২০১৪ সালের ইনচন এশিয়াডের রুপা জিতেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দুবারই ফাইনালে হেরেছিল পাকিস্তানের কাছে। হ্যাংজু এশিয়াডে এবার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন নিগার সুলাতানা জ্যোতিরা। গতকাল মহিলা ক্রিকেট ইভেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে ৮ উইকেটে। দ্বিতীয় সেমিফাইনালে দুই আসরের সোনাজয়ী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আজ সোনা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে গুয়াংজু ও ইনচন এশিয়াডের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও পাকিস্তান। গতকাল সকালে ঝেজিয়াং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে টস জিতে ব্যাটিং করেন নিগাররা। মাত্র ৫১ রানে অলআউট হয় ১৭.৫ ওভারে। ৫২ রানের টার্গেট ভারত টপকে যায় মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে। বাংলাদেশ একাদশের মাত্র একজন দুই অঙ্কের রান করেন। অধিনায়ক নিগার ১২ রান করেন ১৭ বলে ১ চারে। নিগার বাহিনী গোটা ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছে মাত্র ৪টি।

সর্বশেষ খবর