সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মেক্সিকোয় চ্যাম্পিয়ন মারিয়া

মেক্সিকোয় চ্যাম্পিয়ন মারিয়া

গ্রিসের মেয়ে মারিয়া সাক্কারি বেশ আগেই নাম কুড়িয়েছেন টেনিসে। তবে ক্যারিয়ারে খুব বেশি শিরোপা জিততে পারেননি তিনি। ডব্লিউটিএ ট্যুরের টুর্নামেন্টে প্রথম ট্রফি তিনি জয় করেন ২০১৯ সালে মরক্কো ওপেনে। এরপর ছয়বার বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন মারিয়া। প্রতিবারই হেরেছেন। অবশেষে এককের লড়াইয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ট্রফি জয় করলেন তিনি। মেক্সিকোর গুয়াডালাজারা ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের ক্যারোলিন ডোলহাইডকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন মারিয়া সাক্কারি।

সর্বশেষ খবর