শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

চোখ থাকবে শ্রীরামের দিকেও

ক্রীড়া প্রতিবেদক, চেন্নাই থেকে

চোখ থাকবে শ্রীরামের দিকেও

কন্ডিশনের বিচারে ভারতের এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের পার্থক্য অনেক। উইকেটের আচরণও একরকম নয়। উইকেটের আচরণ বুঝতে এবং কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কনসালট্যান্ট হিসেবে অজয় জাদেজাকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। যদিও প্রথম দুই ম্যাচ হেরেছেন রশিদ খানরা। বাংলাদেশের প্রতিবেশী ভারত। তার পরও ভারতীয় কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে ক্রিকেট বোর্ড কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীধরণ শ্রীরামকে। ভারতীয় এই কনসালট্যান্টের জন্ম চেন্নাইয়ে। এখানকার আবহাওয়া ও উইকেট হাতের তালুর মতো চেনা শ্রীরামের। তার পরিচিত ভেন্যুতে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছেন সাকিবরা। শ্রীরামের অভিজ্ঞতা পুঁজি করে বাংলাদেশ কি পারবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের কঠিন বৈতরণী পার হতে? পরিষ্কার নয়। তবে কিউই অধিনায়ক উইলিয়ামসন জানিয়েছেন স্থানীয় জানাশোনা লোকের অভিজ্ঞতা সহায়তা করবে দলগুলোকে, ‘অবশ্যই স্থানীয় জানাশোনা লোকের অভিজ্ঞতা দলগুলোকে কাজে সহায়তা করবে। স্থানীয়দের সম্পৃক্ততা দলকে নিঃসন্দেহে নির্ভার করবে।’

 

সর্বশেষ খবর