শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জরিমানায় মুক্ত মোরসালিন

ক্রীড়া প্রতিবেদক

জরিমানায় মুক্ত মোরসালিন

পাঁচ ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত শেষ করেছে বসুন্ধরা কিংস। আপাতত এক লাখ টাকা জরিমানা গুনে মুক্ত  হচ্ছেন তরুণ ফুটবলার শেখ মোরসালিন। তবে গোলরক্ষক আনিসুর রহমান বড় শাস্তিই পেয়েছেন। ছয় মাসের জন্য তাঁকে নিষিদ্ধ করেছে কিংস। ডিফেন্ডার তপু বর্মনের নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাসের। ৩১ ডিসেম্বর পর্যন্ত কিংসে ফিরতে পারছেন না তপু। এক লাখ টাকা জরিমানাও গুনতে হবে তাঁকে। আনিসুর নিষিদ্ধ আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত। এদিকে মোরসালিন হয়তো খেলতে পারবেন ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাই প্লে অফের দ্বিতীয় ম্যাচে। ২৪ অক্টোবর মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের ম্যাচেও তাঁকে পাচ্ছে বসুন্ধরা কিংস। পাঁচ ফুটবলারকে সাময়িক বরখাস্ত করেছিল কিংস। অন্য দুজনের মধ্যে ফুলব্যাক রিমন হোসেনও জরিমানা গুনে পার পাচ্ছেন। তাঁকে দিতে হবে তিন লাখ টাকা। তবে সিনিয়র ফুটবলার তৌহিদুল আলমকে ২০২৩-২৪ মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কিংসের দলের সঙ্গে যাওয়া অফিশিয়ালদের আগামীতে আরও সতর্ককতার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।

মালদ্বীপ থেকে এএফসি কাপ খেলে ফেরার পথে বিমানবন্দরে শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁদের এত দিন ক্যাম্প ও খেলার বাইরে রাখা হয়েছে। এর মাঝেই চলেছে তদন্ত। অবশেষে আজ এলো এই সিদ্ধান্ত।

 করা হয়েছে। পাশাপাশি কিংসের দলের সঙ্গে যাওয়া অফিশিয়ালদের আগামীতে আরো সতর্ককতার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।

মালদ্বীপ থেকে এএফসি কাপ খেলে ফেরার পথে বিমানবন্দরে শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁদের এত দিন ক্যাম্প ও খেলার বাইরে রাখা হয়েছে। এর মাঝেই চলেছে তদন্ত। অবশেষে আজ এলো এই সিদ্ধান্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর