বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জেতা ম্যাচ ড্র করল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

জেতা ম্যাচ ড্র করল বসুন্ধরা কিংস

এএফসি কাপে মোহনবাগান সুপার জায়ান্টকে জেতাতে বসুন্ধরা কিংস নিয়ে কৌশল বেছে নিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক ম্যাচের আইন উপেক্ষা করে বাংলাদেশ চ্যাম্পিয়নদের ভিসা দেওয়া হয় একদিন আগে। লক্ষ্য একটাই ছিল মোহনবাগান জিতে গ্রুপ পর্বে পুরো ৩ পয়েন্ট সংগ্রহ করবে। এএফসি কাপের গ্রুপ চ্যাম্পিয়নটাও সহজ হয়ে যাবে। সময়মতো ভিসা না পাওয়ায় বসুন্ধরা কিংস টিম ম্যানেজমেন্ট এশিয়ান ফুটবল কনফেডারেশনকে চিঠিও পাঠায়। এক্ষেত্রে এশিয়ান ফুটবল অভিভাবক সংস্থার নীরবতা ছিল রহস্যজনক। অথচ এমন ঘটনায় ইন্দোনেশিয়ার এক ক্লাবের পুরো পয়েন্ট কেটে অতিথি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

শেষ মুহূর্তে ভারতীয় ভিসা পাওয়ায় ক্লান্ত শরীর নিয়েই কিংসের খেলোয়াড়রা কলকাতা উড়ে যান। সেখান থেকে আবার ওড়িশা। এমন প্রতিকূলতার শিকার হলেও বসুন্ধরা কিংস দমে যায়নি। গতকাল রাত ১০টায় আত্মবিশ্বাস নিয়েই ভুবনেশ্বর স্টেডিয়ামে লড়াইয়ে নামেন অস্কারের শিষ্যরা। ম্যাচে দুবার পিছিয়ে থেকেও অ্যাওয়ে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। অথচ যে গোলের সুযোগ হাত ছাড়া করেছে তাতে কিংস জিততে পারত ৪-২ ব্যবধানে। ডরিয়েলটন গোমেজ ফাঁকা পোস্ট পেয়েও জালে বল পাঠাতে পারেননি। দুবার তার শট পোস্টে লেগে ফেরত আসে। রাকিবও সুযোগ হাত ছাড়া করেন।

২৯ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। হতাশায় ভেঙে পড়েননি রবসনরা। অল্প সময়ের মধ্যে ম্যাচে সমতা ফেরান ডরিয়েলটন। প্রথমার্ধে ১-১ গোলে ড্র ছিল। দ্বিতীয়ার্ধে শুরুতেই এগিয়ে যেতে পারত কিংস। ডরিয়েলটন সহজ সুযোগ নষ্ট করেন। পুনরায় গোল করে এগিয়ে যায় মোহনবাগান। কিংসের রক্ষণভাগের ভুলে আশীষ রায় ব্যবধান ২-১ করেন। ৭০ মিনিটে ডি-বক্সের ভিতর রবসনকে ফাউল করেন আশীষ রায়। রবসন জালে বল পাঠালে ম্যাচ ২-২ ড্র হয়। মোহনবাগানের কপাল ভালো হারা ম্যাচ তারা ড্র করেছে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়েই শীর্ষে তারাই। চার পয়েন্ট নিয়ে কিংস দ্বিতীয় স্থানে। কূটকৌশল খাটিয়েও ম্যাচ জিততে পারেনি মোহনবাগান। ৭ নভেম্বর কিংস অ্যারিনায় মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের হোম ম্যাচ খেলবে কিংস।

সর্বশেষ খবর