শিরোনাম
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কিংস ঘিরেই বাংলাদেশের আশা

আহমেদ শায়েক

বসুন্ধরা কিংস ঘিরেই বাংলাদেশের আশা

ফুটবলে স্বস্তির হাওয়া বইছে। ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে আসছে বাংলাদেশ জাতীয় দল। আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও বসুন্ধরা কিংস আলো ছড়াচ্ছে। যার প্রমাণ ঘরের মাঠে পিছিয়ে থেকেও ভারত সেরা মোহনবাগান জায়ান্টকে হারাল। এফসি কাপে ডি গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এখনো দুটি ম্যাচ বাকি আছে, একটি আগামীকাল কিংস অ্যারিনায় মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে আরেকটি ১১ ডিসেম্বর ভুবনেশ্বরে ওড়িশা এফসির বিপক্ষে। যদি কিংস এ দুটি ম্যাচ জিততে সক্ষম হয়, তাহলে তারা গ্রুপের শীর্ষে থাকবে অর্থাৎ তারাই একমাত্র দল হবে যারা দক্ষিণ অঞ্চল থেকে এএফসি কাপ ২০২৩-২০২৪-এর ইন্টার জোনাল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। উয়েফার তিনটি প্রতিযোগিতা রয়েছে- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ তাদের ৫৫টি দেশের ক্লাবের জন্য। একইভাবে, এএফসির দুটি প্রতিযোগিতা রয়েছে- এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেন) এবং এএফসি কাপ (যেখানে কিংস খেলে) তাদের ৪৭টি দেশের জন্য। কিন্তু ২০২৪-২০২৫ সাল থেকে এএফসি এই কাঠামো পরিবর্তন করছে। তারা উয়েফার মতো একটি নতুন প্রতিযোগিতা যোগ করেছে এবং এটিকে তিন স্তরের ক্লাব প্রতিযোগিতায় পরিণত করছে। সুতরাং, প্রতিযোগিতার নাম হবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট (টায়ার-১), এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (টায়ার-২) এবং সবশেষে নতুন একটি এএফসি চ্যালেঞ্জ লিগ (টায়ার-৩)। বর্তমান পয়েন্ট, নিয়ম ও বাইলজের ভিত্তিতে, বাংলাদেশ প্রতিযোগিতার জন্য দুটি স্লট পায়, একটি এএফসি কাপের নিশ্চিত গ্রুপ পর্বে এবং অন্যটি কোয়ালিফাইং রাউন্ডে। কিন্তু নতুন নিয়মে, ২০২৪-২০২৫ এ বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ লিগে (টায়ার-৩) মাত্র একটি স্লট পাবে এবং সেটিও কোয়ালিফিকেশন রাউন্ডে, নিশ্চিত গ্রুপ পর্বে নয়। এর মানে বাংলাদেশের ক্লাবগুলোর জন্য কম আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচ। এএফসির পয়েন্ট ভিত্তিক পদ্ধতিতে এএফসি তার ৪৭টি দেশকে দুটি অঞ্চলে ভাগ করে- পূর্ব এবং পশ্চিম। পূর্বে ২২টি দেশ রয়েছে এবং পশ্চিমে ২৫টি। যদি নিচের টেবিলে দেখি, দেশগুলো র‌্যাংকিং এবং তাদের বর্তমান স্লট বরাদ্দ দেওয়া হয়েছে ২০২৪-২০২৫ থেকে (অর্থাৎ পরবর্তী মৌসুম থেকে)। খেয়াল রাখতে হবে বাংলাদেশের অবস্থান পশ্চিম জোন এ। বসুন্ধরা কিংস ঘিরেই এশিয়ান ক্লাব ফুটবলে বাংলাদেশের যত আশা। মিশন কঠিন হলেও আশা করা যায় টায়ার-৩ প্রতিযোগিতায় কিংস একটি স্লট পাবে।

লেখক : মার্কেটিং এবং মিডিয়া ম্যানেজার, বসুন্ধরা কিংস

সর্বশেষ খবর