সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিলেটে অচেনা উইকেটে ‘অন্য বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক

সিলেটে অচেনা উইকেটে ‘অন্য বাংলাদেশ’

দেশের অন্য উইকেটগুলোর সঙ্গে খুব একটা মিল নেই সিলেটের। এখানকার উইকেটে একটু বেশিই বাউন্স। এমন উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে বাংলাদেশ। টিম সাউদির নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ১০ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ। আগামীকাল শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার ৪৮ ঘণ্টা আগে গতকাল মিডিয়ার মুখোমুখিতে কথা বলেন টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সিলেটে খেলা। অথচ আলোচনায় উঠে এসেছে গত বছরের মাউন্ট মঙ্গানুই টেস্ট। টাইগার কোচ মাউন্ট মঙ্গানুই টেস্ট নিয়ে আলোচনা করতে রাজি নন। কথা বলেন নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল ও উইকেট নিয়ে। সিলেটে পাঁচ বছর আগে একটি টেস্ট খেললেও উইকেট অচেনা ও অপরিচিত বলেন হাতুরাসিংহে, ‘আপনারা সবাই মাউন্ট মঙ্গানুই টেস্ট নিয়ে কথা বলছেন। ভিন্ন এক দেশে হয়েছিল সেটি। সিলেটে পুরোপুরি ভিন্ন এক ম্যাচ। আমরা এখানে খুব বেশি টেস্ট ম্যাচ খেলিনি। মোটে একটি টেস্ট খেলেছি। আমাদের জন্যও এটা নতুন। আমরা জানি না উইকেটের আচরণ কেমন হবে? আমাদের এখানে খেলার ইতিহাস নেই। এ মুহূর্তে আমাদের জন্য সবই অজানা।’ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিলেটের অভিষেক টেস্টটিতে বাংলাদেশ হেরেছিল ১৫১ রানে। ওই টেস্টে টাইগার বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ১১ উইকেট নিয়েছিলেন।

‘নতুন অধিনায়ক নাজমুল শান্তর জন্য এটি ভালো সুযোগ। নিজের নতুন লিডারশিপ গ্রুপ, নেতৃত্বের ধরন তৈরি করার। তার জন্য এটি যেমন সুযোগ, তেমনি অন্য ক্রিকেটারদের জন্যও সুযোগ। আমি এসব পরিবর্তন নিয়ে ভীষণ রোমাঞ্চিত।’ চন্ডিকা হাতুরাসিংহে, কোচ, বাংলাদেশ

আঙুলের ইনজুরিতে বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলে দেশে ফেরেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলছেন না তিনি। দেশসেরা ক্রিকেটারের অনুপস্থিতিতে সাদা পোশাক ও লাল বলের ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। এর আগে তিনি ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন। নাজমুলের নেতৃত্বে ‘নতুন বাংলাদেশ’ খেলবে টেস্ট। সিনিয়রদের আড়ালে রেখে নতুনদের দিকে নজর দেওয়ার অনুরোধ করেছেন টাইগার কোচ, ‘নতুন অধিনায়ক নাজমুল শান্তর জন্য এটি ভালো সুযোগ। নিজের নতুন লিডারশিপ গ্রুপ, নেতৃত্বের ধরন তৈরি করার। তার জন্য এটি যেমন সুযোগ, তেমনি অন্য ক্রিকেটারদের জন্যও সুযোগ। আমি এসব পরিবর্তন নিয়ে ভীষণ রোমাঞ্চিত।’ দলে মুশফিকুর রহিম, মুমিনুল হক ছাড়া স্কোয়াডের অপরাপর ক্রিকেটারদের টেস্ট খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। সাকিব ছাড়াও টেস্ট খেলছেন না লিটন দাস, তামিম ইকবাল। লিটন ছুটি নিয়েছেন। তামিম খেলার বাইরে। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করার কথা ছিল তামিমের। সেটা হয়নি। আজ বসার কথা দুজনের। অধিনায়ক নাজমুল খেলেছেন ২৩টি।

টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দীপু, হাসান মুরাদ, হাসান মাহমুদ। এ ছাড়া মাহামুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহানদের অভিজ্ঞতা নেই বেশি। দলের তরুণ ক্রিকেটারদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন হাতুরাসিংহে, ‘একসঙ্গে এতটা অভিজ্ঞতা হারানো একটা দলের জন্য চ্যালেঞ্জিং। সেটা যে কোনো দলের জন্যই। বিশেষ করে বাংলাদেশের জন্য, কারণ ওরা সব সংস্করণেই বাংলাদেশের হয়ে ১৫ বছরের বেশি সময় ধরে খেলছে। কেউ কেউ ১০ বছর। একদিক থেকে এটা সবার জন্য সামনে তাকানোর সুযোগ। তরুণরা কেমন করে তা দেখার সুযোগ।’ 

আগামীকাল সকাল সাড়ে ৯টায় টেস্ট শুরু হবে। বাংলাদেশ গত জুনে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে।

সর্বশেষ খবর