সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আত্মঘাতী গোলে রক্ষা বার্সার

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফিরে পরাজয় থেকে রক্ষা পেল বার্সেলোনা। গত শনিবার ভাইকানোর মাঠে অনুষ্ঠিত লা-লিগার ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক রায়ো ভাইকানোর বিপক্ষে। চেনা আঙিনায় শুরুতে দাপটে স্বাক্ষর রাখে ভাইকানো। ১০ মিনিটের মধ্যে গোলের সুযোগ তৈরি করে। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের বাঁশি বাজার ছয় মিনিট আগে লোপেসের গোলে এগিয়ে যায় ভাইকানো। তাদের একটি ফ্রিকিক প্রথমে ক্লিয়ার করে বার্সার রক্ষণভাগ। সেই বলে অস্কার নোজোর শট ফেরান এক ডিফেন্ডার। এরপর ২৫ গজ দূর থেকে বুলেট গতির হাফভলিতে জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার লোপেজ।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে তৎপর হয়ে ওঠে বার্সা। ৭৬ মিনিটে দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার নিচু শট পোস্টে লাগে। তবে ৮২ মিনিটে ভাইকানোর নিজেদের জালে বল পাঠিয়ে নিশ্চিত জয় হাতছাড়া করে। বাঁ দিক থেকে আলেহান্দ্রো বান্দের ক্রসে বক্সে নিচু হয়ে হেড নিতে যান পোলিশ তারকা রবার্ত লেভান ডোস্কি। সেই বল ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন লুজন। আত্মঘাতী গোলে ড্র করে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। সমান ম্যাচে ১৯ পয়েন্টে আট নম্বরে আছে ভাইকানো।

 

 

সর্বশেষ খবর